রঞ্জি ট্রফিতে আর কি খেলবেন বিরাট কোহলি? দিল্লির কোচ বললেন, ‘ও তো বলেছে…’


রঞ্জি ট্রফিতে আর কি খেলবেন বিরাট কোহলি?Image Credit source: PTI

কলকাতা: কিং কোহলির ব্যাট না জ্বলে উঠলে তাঁর অনুরাগীদের মন ভারাক্রান্ত থাকে। দীর্ঘ ১২ বছর পর রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ফিরেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু মাত্র ১৫ বলেই তাঁর ইনিংস শেষ হয়ে যায়। কোহলির ভক্তরা যা দেখে অত্যন্ত হতাশ হয়েছেন। ঘরোয়া ক্রিকেটে এতদিন ভারতের তারকা ক্রিকেটারদের সেই অর্থে দেখা যেত না। বোর্ড সম্প্রতি ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে। তারপর ছবিটা বদলেছে। রঞ্জি ট্রফির ষষ্ঠ রাউন্ডে রোহিত-শুভমনদের খেলতে দেখা গিয়েছিল। এরপর বিরাটকেও দেখা গিয়েছে দিল্লির হয়ে খেলতে। আর কি এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে কোহলিকে?

দিল্লি রঞ্জি টিমের হেড কোচ সরনদীপ সিং জানিয়েছেন যে, বিরাট কোহলি ভবিষ্যতেও রঞ্জি ট্রফিতে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সরনদীপ সিং বলেন, ‘একটা প্রতিশ্রুতি দিয়েছে। ও বলেছে যখনই সুযোগ পাবে রঞ্জি ট্রফিতে খেলবে। ও ঘরোয়া ক্রিকেট ভালোবাসে। এখানে খেলতেও চায়। কিন্তু যেহেতু ও আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটেই (ভারত টি-২০ বিশ্বকাপ জেতার পর বিরাট কোহলি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে অবসর জানিয়েছেন) খেলে এবং ভারতীয় টিমের বরাবর ব্যস্ত সূচি নজরে পড়ে। তাই সময় বের করা কঠিন হয়ে পড়ে। আবার মাঝে মাঝে ঘরোয়া মরসুম ও আন্তর্জাতিক ক্রিকেটের সূচি মিলে যায়। ফলে ওর তো বিশ্রামেরও প্রয়োজন।’

কোহলির মধ্যে ক্রিকেট বিন্দুমাত্র ফুরোয়নি। তিনি অফ ফর্মে রয়েছেন বলে প্রবল সমালোচিত হচ্ছেন। কিন্তু তাঁর অনুশীলনে কোনও খামতি নেই। দিল্লি রঞ্জি টিমের কোচ বলেছেন, ‘ও প্রতিদিন অনুশীলন করেছে। সকাল ৮টায় অনুশীলনে চলে আসত। দলের সকলের সঙ্গে কথা বলত। এরপর ৯-৯.৩০ অবধি নেটে কাটাত। দলের ছেলেরা ওর থেকে অনেক মূল্যবান পরামর্শ পেয়েছে।’

এই খবরটিও পড়ুন

Leave a Reply