রেকর্ড অঙ্কে কারা পেল আইপিএলের সম্প্রচার স্বত্ব!


Image Credit source: BCCI

গত আইপিএলের আগে নতুন ফ্র্যাঞ্চাইজি দলের জন্য দরপত্র ছেড়েছিল বোর্ড। সেখানেও দারুণ সাড়া পেয়েছিল।

মুম্বাই: বোর্ডের (BCCI) তরফে সরকারি ভাবে এখনও জানানো হয়নি। আইপিএলের (IPL) মিডিয়া স্বত্ব (Media Rights) কারা পেয়েছে, ঘোষণা হয়নি। টাকার অঙ্ক চমকে দেওয়ার মতোই। প্যাকেজ এ, বি, সি, ডি মিলিয়ে ভারতীয় টাকায় অঙ্কটা ৪৮,৩৯০ কোটিরও বেশি। বোর্ডের তরফে মেইলে টাকার অঙ্কটা নিশ্চিত করা হয়েছে। আইপিএলের মিডিয়া স্বত্বের অঙ্ক বাড়বে এমনটা প্রত্যাশিত ছিল। ই-অকশনে ধুন্ধুমার লড়াই দেখা গিয়েছে। টিভি, ডিজিটাল, সব কিছুর জন্য আলাদা প্যাকেজ করেছিল বোর্ড। দারুণ সাড়া পেয়েছে। আইপিএলের গভর্নিং কাউন্সিল টেন্ডার ডেকেছিল। দীর্ঘ নিলাম প্রক্রিয়ার পর আইপিএলের মিডিয়া স্বত্ব বিক্রি হয়েছে রেকর্ড অঙ্কে। বিশ্বের অন্যতম ধনী লিগ ইংলিশ প্রিমিয়ার লিগকেও (EPL) টাকার অঙ্কে (প্রতি ম্যাচ) ছাপিয়ে গিয়েছে আইপিএল।

বোর্ডের তরফে স্বত্ব বিক্রির মোট টাকার অঙ্ক জানানো হলেও, অন্যান্য প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই জানানো হবে কোন সংস্থা কোন প্যাকেজ জিতেছে। বোর্ডের ই-মেলে সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘আইপিএল শুধু টাকার বিষয় নয়। প্রতিভারও বিষয়। আমাদের দেশে ক্রিকেট কতটা জনপ্রিয় আইপিএল ই-অকশনে সেটাই দেখা গিয়েছে। প্রতিটা তরুণ ক্রিকেটারের কাছে এটা আত্মবিশ্বাসের জায়গা, ওরা আরও ভালো খেলে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা করছি। আইপিএলের উন্নতির পিছনে রয়েছে বোর্ডের প্রতি সকলের বিশ্বাস ও ভরসা।‘

এই খবরটিও পড়ুন



আট দলের প্রতিযোগিতা শুরু হলেও গত আইপিএলের আগে নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য দরপত্র ছেড়েছিল বোর্ড। সেখানেও দারুণ সাড়া পেয়েছিল বোর্ড। লখনউ এবং গুজরাত থেকে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি আইপিএলে অংশ নিয়েছে। দশ দলের প্রতিযোগিতা হওয়ায় ম্যাচও বেড়েছে। নতুন দুই দল অনবদ্য পারফরম্যান্স করেছে। অভিষেককারী গুজরাত টাইটান্স চ্যাম্পিয়ন হয়েছে। বোর্ড সচিব জয় শাহ বলছেন, ‘আইপিল যেভাবে উন্নতি করছে, আমরা খুবই আনন্দিত। ই-অকশনের পর বলা যায়, ম্যাচ প্রতি টাকার অঙ্কে বিশ্বের অন্যান্য লিগের পাশে নাম লেখাল আইপিএলও। আমরা সকলে একসঙ্গে মিলে আইপিএলকে আরও বড় জায়গায় নিয়ে যেতে পারব।‘

Leave a Reply