Delhi Capitals: নতুন কোচ-ডিরেক্টর অব ক্রিকেট নিয়োগ DC-র, গুরুত্ব কমল সৌরভ গঙ্গোপাধ্যায়ের?Image Credit source: PTI
কলকাতা: দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) শিবিরে বছর শেষ হওয়ার আগে এলেন নতুন কোচ। একদিনে জোড়া পরিবর্তনের পথে হাঁটল ঋষভ পন্থের আইপিএল টিম। নতুন কোচের পাশাপাশি দিল্লিতে এসেছেন নতুন ডিরেক্টর অব ক্রিকেট। কয়েকদিন আগে রিকি পন্টিংয়ের সঙ্গে সম্পর্কে ইতি টানে দিল্লি ক্যাপিটালস। তারপর থেকে এই টিমের নতুন হেড কোচ হওয়ার দৌড়ে একাধিক নাম ভাসছিল। আজ, ১৭ অক্টোবর দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে অফিসিয়াল বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল, দলের নতুন কোচ হেমাঙ্গ বাদানি (Hemang Badani)। আর নতুন ডিরেক্টর অব ক্রিকেট হলেন বেনুগোপাল রাও। এই পরিস্থিতিতে একটা বিষয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দিল্লি ক্যাপিটালস টিমে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ভূমিকা এ বার তা হলে কী? তাঁর ও দিল্লি ক্যাপিটালসের সমর্থকদের মনে এই প্রশ্ন জেগেছে।
দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার হেমাঙ্গ বাদানি। দিল্লির শেয়ার করা অফিসিয়াল প্রেস রিলিজ়ে তিনি বলেন, ‘মেগা নিলাম আসন্ন। দলের অন্য কোচিং স্টাফদের সঙ্গে দেখা করতে হবে। আমি এই টিমটার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।’ টি-২০ লিগে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে বাদানির। আইপিএলে তিনি ২০২২ সালে সানরাইজার্স হায়দরাবাদের ফিল্ডিং কোচের পাশাপাশি স্কাউট ছিলেন।
এই খবরটিও পড়ুন
🚨𝐀𝐍𝐍𝐎𝐔𝐍𝐂𝐄𝐌𝐄𝐍𝐓🚨
We’re delighted to welcome Venugopal Rao & Hemang Badani in their roles as Director of Cricket (IPL) & Head Coach (IPL) respectively 🫡
Here’s to a new beginning with a roaring vision for success 🙌
Click here to read the full story 👇🏻… pic.twitter.com/yorgd2dXop
— Delhi Capitals (@DelhiCapitals) October 17, 2024
ESPNcricinfo-র রিপোর্ট অনুযায়ী, দিল্লি ক্যাপিটালসের পুনর্গঠনের কাজের দিক থেকে দেখতে হলে এই ফ্র্যাঞ্চাইজিক সহ-মালিক জিএমআর গ্রুপ এবং জেএসডব্লিউ স্পোর্টস আইপিএল এবং ডব্লিউপিএল এ তাদের দলগুলির জন্য প্রতি দুই বছর পর পরিচালনামূলক নেতৃত্বের ভূমিকায় কিছু বদল করবে। এর অর্থ GMR গ্রুপ পরবর্তী দুই মরসুমের জন্য পুরুষদের দল এবং JSW মেয়েদের টিমের দায়িত্ব নেবে। তাই সৌরভ পরবর্তী দুই মরসুমের জন্য WPL-এ দিল্লির ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব নেবেন।