আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথম কুড়িরও বাইরে কোহলি, ভারতের মুখরক্ষা করলেন পন্থ-যশস্বী


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ গজে ঘোর দুঃসময় যাচ্ছে ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলির। বিশেষ করে লাল বলের ক্রিকেটে চরম ছন্দহীন তিনি। যার প্রভাব এবার সরাসরি দেখা যাচ্ছে আইসিসির টেস্ট ক্রমতালিকায়। টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথম ২০ জনের মধ্যেও জায়গা ধারে রাখতে পারলেন না বিরাট।

আইসিসি প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ৮ ধাপ পিছিয়ে পড়েছেন বিরাট। আপাতত তাঁর স্থান ২২ নম্বরে। মূলত নিউজিল্যান্ড সিরিজে বিপর্যয়ের জেরেই বিরাটের এই পদস্খলন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজে সাকুল্যে ৯৩ রান করেছেন। তার আগে বাংলাদেশ সিরিজেও বিশেষ রান আসেনি বিরাটের ব্যাট থেকে। একই অবস্থা অধিনায়ক রোহিত শর্মারও। রোহিতও টেস্ট ক্রমতালিকায় দুধাপ পিছিয়ে আপাতত রয়েছেন ২৬ নম্বরে। অথচ, দীর্ঘদিন ভারতীয় ক্রিকেটের এই দুই মহারথী আইসিসি র‌্যাঙ্কিংয়ে উপরের সারিতেই থেকেছেন।

টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় ভারতের মানরক্ষা করেছেন তিন তরুণ তুর্কি। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ চতুর্থ স্থানে রয়েছেন যশস্বী জয়সওয়াল। ভারতীয়দের মধ্যে প্রথম দশে রয়েছেন ঋষভ পন্থও। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর প্রত্যাবর্তনেও ফুল ফোটাচ্ছেন তিনি। যার সুবাদে পন্থ রয়েছেন ৬ নম্বরে। প্রথম কুড়ির মধ্যে রয়েছেন আর এক ভারতীয়। তিনি শুভমান গিল। টিম ইন্ডিয়ার তরুণ ডানহাতি ব্যাটার রয়েছেন ১৬তম স্থানে। ব্যাটারদের ক্রমতালিকায় আপাতত শীর্ষে জো রুট। কেন উইলিয়ামসন রয়েছেন দ্বিতীয় স্থানে। ভারতের বিরুদ্ধে ৩ টেস্টের কোনওটিতেই খেলেননি তিনি। ইংল্যান্ডের হ্যারি ব্রুক রয়েছেন তৃতীয় স্থানে।

আইসিসির টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে এখনও তৃতীয় স্থানে রয়েছেন ভারতের জশপ্রীত বুমরাহ। পঞ্চম স্থানে রবিচন্দ্রন অশ্বিন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো ফর্মে ছিলেন না অশ্বিনও। একধাপ নেমে তিনি আপাতত পঞ্চম স্থানে। রবীন্দ্র জাদেজা আপাতত রয়েছেন ষষ্ঠ স্থানে। তিনি অবশ্য দুধাপ উপরে উঠেছেন। টেস্ট অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে এখনও প্রথম এবং দ্বিতীয় স্থানে অবশ্য রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনই।

Leave a Reply