চাপের মুখে হার্দিক পান্ডিয়ার পরিণত ব্যাটিং, ভদ্রস্থ স্কোর ভারতের


টপ ও মিডল অর্ডারে বিপর্যয়। অবশ্য বিপর্যয় বলে কয়ে আসে না। ডারবানে প্রথম টি-টোয়েন্টিতে সঞ্জু স্যামসনের সেঞ্চুরি, তিলক ভার্মার ক্যামিও এবং ছোট ছোট অবদানে ২০০ প্লাস স্কোর গড়েছিল ভারত। বেরহায় পরিস্থিতি আলাদা। পিচে বল কখনও থমকে আসছে। শট খেলতে সমস্যায় পড়েছেন ব্যাটাররা। তার উপর শুরুটা ভালো না হওয়ায় বেকায়দায় পড়ে ভারত। পাওয়ার প্লে-তে তিন উইকেট হারানোর পর বড় স্কোরের প্রত্যাশা না করাই ভালো। তবে শেষ দিকে হার্দিক পান্ডিয়ার পরিণত ব্যাটিংয়ে ভদ্রস্থ স্কোর গড়ল ভারত।

প্রথম ম্যাচের মতো এ দিনও টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্কব়্যাম। তাঁর বোলাররা দুর্দান্ত শুরু করেন। পাওয়ার প্লে-র পর তিলক ভার্মার উইকেট হারাতেই ভারতীয় শিবিরে চাপ বাড়তে থাকে। দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হয়ে ফেরেন অক্ষর প্যাটেল। হার্দিক পান্ডিয়ার সঙ্গে ক্রিজে রিঙ্কু সিং যোগ দেওয়ায় একটা প্রত্যাশা বাড়ে। গত সফরে এই মাঠে অনবদ্য ইনিংস খেলেছিলেন রিঙ্কু। এ বার অবশ্য পারলেন না।

উল্টোদিকে অর্শদীপ সিং। শেষ দিকে অনেক ঝুঁকি নিয়েই ব্যাট করতে হল হার্দিক পান্ডিয়াকে। মূলত বাউন্ডারিতেই রান তোলার চেষ্টা করছিলেন। ডাবল নেওয়ার সুযোগ থাকলে তবেই নিচ্ছিলেন। শেষ ওভারে মাত্র ৬ রান আসে। হার্দিক ৪৫ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২৪ রান তোলে ভারত। পিচের যা চরিত্র তাতে এই রানটাও কঠিন হতে পারে। ভারতের স্পিনত্রয়ীকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।



Leave a Reply