অল্পের জন্য হ্যাটট্রিক মিস, চক্রবর্তীর চক্রব্যুহে দক্ষিণ আফ্রিকা!


বোর্ডে মাত্র ১২৪ রানের পুঁজি। তারপরও বেরহায় জয়ের স্বপ্ন ছিল ভারতীয় শিবিরে। তার কারণ স্পিন ত্রয়ী। ডারবানের থেকে বেরহার পরিস্থিতি আলাদা। প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন। তবে বোর্ডে বিশাল রান ছিল। দ্বিতীয় টি-টোয়েন্টি অল্প রান থাকলেও বরুণ চক্রবর্তীর স্বপ্নের স্পেল। অল্পের জন্য হ্যাটট্রিক মিস হলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কেরিয়ার সেরা বোলিং বোলিং করলেন বরুণ চক্রবর্তী। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে পাঁচ উইকেট! অবিশ্বাস্য বললেও কম।

বেরহায় বল থমকে আসছিল। ব্যাটারদের শট খেলতে সমস্যা হয়েছে। ভারতের ব্যাটিংয়ে বিপর্যয় হওয়ায় প্রাথমিক ভাবে অবশ্য তা বোঝা যায়নি। তবে হার্দিক পান্ডিয়ার ব্যাটিংয়ের সময় মনে হচ্ছিল, পিচ আরও মন্থর হচ্ছে। টার্ন খুব একটা না থাকলেও ভারতের স্পিনত্রয়ী এই পিচে কামাল করতে পারেন এই প্রত্যাশা ছিল। সুযোগ দুর্দান্ত কাজে লাগান বরুণ চক্রবর্তী। পাওয়ার প্লে-তেই প্রতিপক্ষ ক্যাপ্টেন এইডেন মার্কব়্যামকে ফিরিয়ে উইকেটের খাতা খোলেন।

এই খবরটিও পড়ুন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর প্রত্যাবর্তন দুর্দান্ত হয়েছে। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন বরুণ। ভারত প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল। এরপরই জাতীয় দল থেকে বাদ পড়েন বরুণ। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে প্রত্যাবর্তন হয়েছিল। সেই সিরিজে দুর্দান্ত বোলিং করেন। প্রোটিয়া সফরেও জায়গা ধরে রেখেছেন। শুধু স্কোয়াডেই নয়, একাদশেও। ডারবানে তিন উইকেট নিয়ে ক্যাপ্টেন-কোচের ভরসার মর্যাদা রাখেন। বেরহায় দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ১৭ রান দিয়ে ৫ উইকেট। এর মধ্যে চারটে উইকেট ক্লিন বোল্ডে।

প্রোটিয়া ইনিংসের ১৩ এবং নিজের স্পেলের শেষ ওভারে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হয়। ওভারের প্রথম বলে হেনরিখ ক্লাসেনকে ফেরান বরুণ চক্রবর্তী। পরের বলেই ক্লিন বোল্ড ডেভিড মিলার। হ্যাটট্রিক বল সামলান কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা সিমেলানে। অফ স্টাম্পের বেশ কিছুটা বাইরের ডেলিভারি হওয়ায় সুযোগ নেননি সিমেলানে।



Leave a Reply