বাজল ঢাক-ঢোল, সঙ্গে পুষ্পবৃষ্টি; ‘ঘর’ ছেড়ে বাড়ি ফিরলেন রবিচন্দ্রন অশ্বিন


R Ashwin Retirement: বাজল ঢাক-ঢোল, সঙ্গে পুষ্পবৃষ্টি; ‘ঘর’ ছেড়ে বাড়ি ফিরলেন রবিচন্দ্রন অশ্বিনImage Credit source: PTI

কলকাতা: ভারতীয় ক্রিকেট টিমের সঙ্গে ১৪ বছরের সম্পর্কে এ বার ইতি টেনেছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। গাব্বা টেস্ট ড্র হওয়ার পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতীয় তারকা অলরাউন্ডার। বর্ডার-গাভাসকর ট্রফির মাঝপথে তাঁর এই সিদ্ধান্ত অনেককেই অবাক করে দিয়েছে। এরই মাঝে অবসর ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই দেশে ফিরলেন অশ্বিন। বিমানবন্দরে তাঁকে নিতে পৌঁছে গিয়েছিলেন স্ত্রী প্রীতি নারায়ণন ও তাঁদের মেয়েরা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল।

‘ঘর’ ছেড়ে এই প্রথম বার পাকাপাকি বাড়ি ফিরলেন অশ্বিন। ভারতীয় টিমের ড্রেসিংরুম তাঁর জন্য ঘরের সমান ছিল। ভালো, খারাপ নানা মুহূর্ত সেখানে এতগুলো বছর কেটেছে তাঁর। টিম জিতলে সেখানে সেলিব্রেশন হয়েছে। টিম হারলে সেখানেই দুঃখ ভাগাভাগি হয়েছে। তাই টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম এত বছর অশ্বিনের কাছে ছিল তাঁর আর এক ঘর। এ বার থেকে তিনি দেশের প্রাক্তন ক্রিকেটার। ব্রিসবেন টেস্টের শেষে তিনি জানিয়েছিলেন, ভারতীয় ক্রিকেটার হিসেবে শেষ দিন কাটিয়ে ফেললেন।

অস্ট্রেলিয়া থেকে আজ, বৃহস্পতিবার সকালে চেন্নাইয়ে নিজের বাড়িতে ফিরেছেন অশ্বিন। তাঁকে স্বাগত জানাতে অনুরাগীরা ভিড় জমিয়েছিলেন তাঁর বাড়ির সামনে। সংবাদসংস্থা এএনআইয়ের শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, মেয়েকে নিয়ে গাড়ি থেকে নামছেন অশ্বিন। অশ্বিন বাড়ি ফেরার পর তাঁর বাবা তাঁকে বুকে টেনে নেন। গালে চুমু দিতেও দেখা গিয়েছে। তাঁর মায়ের চোখে জল। তাঁর আত্মীয়-পরিজনরাও ভিড় করেন বাড়ির সামনে। চারিদিক থেকে হয় পুষ্পবৃষ্টি। সেই সঙ্গে বাজতে থাকে ঢাক-ঢোল। অনুরাগীরা তাঁর গলায় মালা পরিয়ে দেন। অটোগ্রাফ নেন। একসঙ্গে ছবি তোলেন। সব আবদার হাসিমুখে মেটাতে থাকেন অশ্বিন।



Leave a Reply