ছেলেদের বদলা নিলেন মেয়েরা, বাংলাদেশকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ মহিলা এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত


ভারত: ১১৭/৭ (তৃষা ৫২, মিথিলা ১৭; ফারজানা ৪/৩১, নিশিতা ২/২৩)।
বাংলাদেশ: ৭৬ (জুয়াইরিয়া ২২, ফাহমিদ ১৮; আয়ুশী ৩/১৭)।
ভারত ৪১ রানে জয়ী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলার মাঠে ফের বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত। ওপার বাংলার মেয়েদের ধরাশায়ী করে প্রথম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের খেতাব জিতে নিলেন ভারতের মেয়েরা। ফাইনালে টিম ইন্ডিয়া জিতল ৪১ রানে।

কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে রবিবার প্রথমে ব্যাট করতে নেমে ১১৭ রান তোলে ভারত। টিম ইন্ডিয়ার শুরুটা ভালো না হলেও গঙ্গাদি তৃষা একাই ভারতের ব্যাটিংকে টেনে নিয়ে যান। মাত্র ৪৭ বলে ৫২ রান করেন। পাঁচটি বাউন্ডারি এবং দুটি ছক্কা হাঁকান তিনি। তৃষা ছাড়া ভারতীয় ব্যাটারদের মধ্যে দুই অঙ্কে পৌঁছান শুধু অধিনায়ক নিকি এবং মিথিলা বিনোদ। মিথিলা ১৭ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ব্যাটাররা শুরু থেকেই রীতিমতো খাবি খেতে থাকেন। ১৮ ওভার ৩ বলে মাত্র ৭৬ রানে শেষ হয় বাংলাদেশে ইনিংস। পড়শি দেশের ব্যাটারদের মধ্যে জুয়াইরিয়া ফেরদৌস ২২ এবং ফাহমিদ চোয়া ১৮ রান করেন। ভারতীয় বোলারদের মধ্যে আয়ুশী শুক্লা একাই নেন ৩টি উইকেট। ভারত ৪১ রানের বিরাট ব্যবধানে জিতল।

মাসখানেক আগেই অনূর্ধ্ব-১৯ ছেলেদের এশিয়া কাপে বাংলাদেশের কাছে হেরেছিল ভারত। মাস ঘোরার আগেই সেই হারের বদলা নিয়ে নিলেন ভারতের মেয়েরা। এবারই প্রথম মহিলাদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আয়োজন করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তাতেই চ্যাম্পিয়ন হল ভারত।

Leave a Reply