স্টাফ রিপোর্টার: একেবারে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা। লিগের শেষ স্থানে অবস্থান করাই শুধু নয়, শেষ চার ম্যাচ আগে এক পয়েন্ট পেয়েছিল মহামেডান। তার পরের চার ম্যাচে প্রাপ্তি বলতে শুধুই শূন্যতা। এমন পরিস্থিতিতে রবিবার অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হতে চলেছেন অ্যালেক্সিস গোমেজরা।
একে তো এই অবস্থা। তার উপর মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভের চিন্তা বাড়িয়েছে একঝাঁক ফুটবলারের চোট আর কার্ড। এই ম্যাচ কার্ডের জন্য যেমন নেই মহম্মদ ইরশাদ। তেমনই চোটের তালিকায় রয়েছেন গৌরব বোরা ও জোসেফ আদজেই। এঁদের সঙ্গে আবার শুক্রবার অনুশীলনে গোড়ালিতে চোট পেয়েছিলেন আরেক বিদেশি সিজার মানজোকি। এমন পরিস্থিতিতে প্রথম একাদশ গড়তেই হিমশিম খাচ্ছেন সাদা-কালো কোচ আন্দ্রে চেরনিশভ। অথচ এই ম্যাচে আশানুরূপ ফল না হলে আরও চাপ বাড়বে তাঁর উপর।
অন্যদিকে প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্সের অবস্থাও ভালো নয়। লিগ টেবিলে অ্যালেক্সিসদের থেকে দু’ধাপ উপরে থাকলেও পারফরম্যান্স ভালো না হওয়ায় কেরালা কোচকে বরখাস্ত করা হয়েছে ইতিমধ্যে। মহামেডানেরও পারফরম্যান্স ভালো না হওয়ায় চেরনিশভের সহকারি কোচ হিসাবে ক্লাব কর্তারা নিয়ে আসতে চলেছেন মেহরাজউদ্দিন ওয়াডুকে। মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা মেহরাজের।
ঘরের মাঠে কেরালার বিরুদ্ধেই ১-২ গোলে হারতে হয়েছিল মহামেডানকে। আপাতত শেষ চার ম্যাচে হেরে কোণঠাসা দলের রাশিয়ান কোচ বলছেন, “ফুটবলে এমনটা হয়ে থাকে। বড় দলেরও কখনও কখনও এমন হতে পারে। পরিশ্রম করে যাওয়া ছাড়া কোনও বিকল্প পথ নেই। আমার বিশ্বাস এমন পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারব। ফুটবলাররা নিজেদের ভবিষ্যতের জন্য ভালো খেলবে।” কেরালার আক্রমণভাগ নিয়ে চিন্তিত চেরনিশভ। তিনি বলছেন, “কলকতায় দেখেছি ওদের। কেরালার আক্রমণভাগ যথেষ্টই শক্তিশালী। সেই মতো আমাদের পরিকল্পনা করতে হবে। এছাড়া কেরালা ম্যাচে প্রায় পঁচিশ হাজার সমর্থক সমর্থন করে ওদের। এমন পরিবেশে খেলা কঠিন। এই রকম পরিবেশে খেলার জন্য আমাদের তৈরি থাকতে হবে।”