সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের দিনই একাধিক কারণে শিরোনামে স্যাম কনস্টাস। জশপ্রীত বুমরাহর ডেলিভারিতে রিভার্স সুইপ মেরে দুনিয়াকে যেমন চমকে দিয়েছেন, তেমন বিরাট কোহলির ‘ধাক্কা’য় উঠে এসেছেন চর্চার কেন্দ্রবিন্দুতে। কিন্তু এখানেই শেষ নয়। এবার শোনা যাচ্ছে, প্রথম ম্যাচেই শাস্তির মুখেও পড়তে পারেন তরুণ অজি ব্যাটার।
না, কোহলির সঙ্গে ধাক্কাধাক্কি কাণ্ডে নয়, অন্য নিয়ম ভাঙায় ১৯ বছরের তরুণকে শাস্তি দিতে পারে আইসিসি। ঠিক কোন নিয়মভঙ্গের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে? আসলে কনস্টাস আউট হওয়ার পরই তাঁর কাছ থেকে অটোগ্রাফ চাইতে শুরু করেন তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ অজি সমর্থকরা। সেলফি ও অটোগ্রাফের আবদার পূরণ করতে এগিয়ে যান কনস্টাসও। আর তাতেই বিপাকে পড়েছেন তিনি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নিয়ম অনুযায়ী, ক্রিকেটার কিংবা ম্যাচ অফিশিয়ালদের স্টেডিয়ামের একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাওয়ার স্বাধীনতা থাকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ দুর্নীতিদমন ম্যানেজারের অনুমতি ছাড়া সেই চত্বরের বাইরে তাঁরা যেতে পারেন না। এক্ষেত্রে টিম ম্যানেজার এবং ম্যাচ রেফারি দুর্নীতিদমন ম্যানেজারের কাছ থেকে ছাড়পত্র এনে দিতে পারেন। কিন্তু কোনও অনুমতি ছাড়াই ভক্তদের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন কমস্টাস বলে খবর।
এখানেই শেষ নয়, ম্যাচ চলাকালীন কোনও খেলোয়াড়ের মোবাইল কিংবা ইন্টারনেট যুক্ত কোনও ডিভাইস ব্যবহারের অনুমতি নেই। কিন্তু কনস্টাসের হাতে ভক্তদের মোবাইল দেখা গিয়েছে। ফলে ম্যাচ রেফারি যদি মনে করেন, আইসিসির নিয়ম ভেঙেছেন তরুণ ব্যাটার, তাহলে শাস্তি হতে পারে। শাস্তিস্বরূপ জরিমানা দিতে হতে পারে তাঁকে।
উল্লেখ্য, এদিন দুরন্ত ৬০ রান করে আউট হন তিনি। তবে এই ইনিংসের মধ্যেই কোহলির মধ্যে ঘটে যায় ধাক্কাধাক্কি কাণ্ড! ভিডিও দেখে মনে হয়েছে, কোহলি যেন ইচ্ছাকৃতভাবেই ধাক্কা দিয়েছেন অজি ব্যাটারকে। যা আইসিসির রুল ২.১২ অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। সেই কারণেই বিরাটের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা হিসাবে কাটা হবে।