ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি, সেঞ্চুরিতে সানি-লারাকে ছুঁলেন স্টিভ স্মিথ


ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি। এই সিরিজেই জো রুটকে ছুঁয়েছিলেন স্টিভ স্মিথ। মেলবোর্নের প্রথম ইনিংসে আরও একটা সেঞ্চুরি। টেস্ট কেরিয়ারে ৩৪ নম্বর। ভারতের বিরুদ্ধে ১১টি। জো রুটকে ছাপিয়ে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি। ম্যাচের প্রথম দিন দ্বিতীয় নতুন বল নিয়েছিল ভারত। তাতে আকাশ দীপ ফিরিয়েছিলেন অ্যালেক্স ক্যারিকে। স্মিথ অপরাজিত ছিলেন। প্যাট কামিন্সের সঙ্গে বাকি সময়টা কাটিয়ে দেন। প্রত্যাশা ছিল, নতুন বলে দ্বিতীয় দিন সাফল্য দেবেন ভারতীয় বোলাররা। হল উল্টো।

দিনের প্রথম ঘণ্টা পুরোপুরি অস্ট্রেলিয়ার। ভালো ডেলিভারিকে যেমন সম্মান দিয়েছেন, তেমনই স্কোর বোর্ড সচলে রেখেছেন স্টিভ স্মিথ ও প্যাট কামিন্স। এর আগে ২০১৪ সালে মেলবোর্নে ভারতের বিরুদ্ধে ১৯২ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। এই মাঠে পরিসংখ্যান আরও ভালো করলেন। নীতীশ কুমার রেড্ডির বোলিংয়ে বাউন্ডারি মেরে ১৬৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন স্টিভ স্মিথ। সেঞ্চুরির ইনিংসে ৯টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি। অস্ট্রেলিয়া ৪০০ পেরিয়ে গিয়েছে প্রথম ইনিংসে।

এই খবরটিও পড়ুন

টেস্টে সেঞ্চুরির নিরিখে সবার উপরে সচিন তেন্ডুলকর। ৫১টি টেস্ট সেঞ্চুরি রয়েছে মাস্টারব্লাস্টারের। তবে লিটল মাস্টার সুনীল গাভাসকর, ব্রায়ান লারাদের ছুঁয়ে ফেললেন স্টিভ স্মিথ। তেমনই প্যাট কামিন্সের সঙ্গে সেঞ্চুরি পার্টনারশিপে ভারতকে আরও ব্যাকফুটে ঠেলে দিলেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি রয়েছে রিকি পন্টিংয়ের (৪১)। দ্বিতীয় স্থানে স্মিথ (৩৪)।



Leave a Reply