রাজর্ষি গঙ্গোপাধ্যায়: জশপ্রীত বুমরাহ। এই মুহূর্তে প্রশ্নাতীতভাবে বর্তমান ভারতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর থাকা না থাকা ভারতের ট্রফি ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। সমস্যা হলে বুমরাহ এখন পিঠের চোটে কাবু। আর সেই চোট কতটা গুরুতর তা স্পষ্ট নয়। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন নিয়ে শেষ মুহূর্তে জটিলতা।
বোর্ড সূত্রের খবর, চোটের মাত্রা বুঝতে দু-একদিনের মধ্যেই বেঙ্গালুরুর এনসিএ-তে যাবেন জশপ্রীত বুমরাহ। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচ অর্থাৎ সিডনি টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠে ছেড়ে বেরিয়ে যান বুমরাহ। দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি। ভারতীয় দলের সহ-অধিনায়কের পিঠে ব্যাথা (ব্যাক স্প্যাজম) হয়েছে। চোট কতখানি গুরুতর, তার উপরে নির্ভর করছে আগামী দিনে তাঁর মাঠে নামা।
সাধারণত গ্রেড ১ ক্যাটেগরির ব্যাক স্প্যাজম হলে কমপক্ষে তিন সপ্তাহ রিহ্যাব করে তারপর মাঠে নামা যায়। গ্রেড ২ চোট হলে অন্তত ৬ সপ্তাহ, গ্রেড ৩ চোট পেলে অন্তত তিনমাস মাঠের বাইরে থাকতে হবে তারকা পেসারকে। বুমরাহ এনসিএ-তে যাচ্ছেন চোট কতটা গুরুতর সেটা বুঝতেই। এনসিএ বুমরাহর চোট নিয়ে কী রিপোর্ট দেয় সেটার উপরই নির্ভর করছে তাঁর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামা। তারকা পেসারের চোট যদি গুরুতর হয়, তাহলে তাঁকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল বাছতে হবে ভারতকে। আর বুমরাহ যদি গ্রেড ওয়ান চোট পেয়ে থাকেন, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাঁকে রাখা হবে।
আজকালের মধ্যেই ইংল্যান্ড সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করার কথা ছিল ভারতীয় বোর্ডের। কিন্তু বোর্ডের সূত্র বলছে, বুমরাহর চোট নিয়ে স্পষ্টতা না পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হবে না। দল নির্বাচকরা বেছে রাখবেন, সেটা ঘোষণা করা হবে বুমরাহর চোটের গুরুত্ব স্পষ্ট হওয়ার পরই। তবে শনিবার বা রবিবারই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ দল ঘোষণা করে দেওয়া হবে।