সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিডনি টেস্টের প্রথম একাদশে রোহিত শর্মার নাম না দেখে অনেকেই ধরে নিয়েছিলেন ভারত অধিনায়ক জীবনের শেষ টেস্টটি খেলে ফেলেছেন। তাঁর অবসরের ঘোষণা সময়ের অপেক্ষা। কিন্তু সকলকে একপ্রকার চমকে দিয়ে রোহিত ঘোষণা করে দেন, তিনি এখনই অবসরের কথা ভাবছেন না। শোনা যাচ্ছে, ভারত অধিনায়কের সেই সিদ্ধান্তে নাকি ‘অখুশি’ কোচ গৌতম গম্ভীর।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে রোহিতের খেলা নিয়ে গম্ভীর কোনওরকম প্রতিশ্রুতি দেননি। তারপরই ভারত অধিনায়ক নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি একপ্রকার মনস্থ করে ফেলেছিলেন, যে লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দেবেন। কিন্তু হঠাৎ সিডনি টেস্টের দ্বিতীয় দিন মতবদল করেন ভারত অধিনায়ক। সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সটান বলে দেন, “এখনই কোথাও যাচ্ছি না। বাইরে থেকে কেউ ঠিক করে দেবে না, আমি কতদিন খেলব।”
সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, রোহিতের ওই অবস্থান বদলেই অখুশি গম্ভীর। তিনি মনে করছেন, হিটম্যানের ওই সিদ্ধান্ত বদলের নেপথ্যে বাইরের কেউ রয়েছেন। বাইরের কারও দ্বারা প্রভাবিত হয়েই তিনি সিদ্ধান্ত বদল করেছেন। নাহলে হয়তো রবিচন্দ্রন অশ্বিনের পর রোহিতের টেস্ট কেরিয়ারও অস্ট্রেলিয়ায় শেষ হয়ে যেত। যাই হোক, গোটা ব্যাপারটা একেবারেই পছন্দ হয়নি ভারতীয় কোচের।
ওই রিপোর্ট সত্যি হলে বুঝতে হবে এই মুহূর্তে ভারতীয় দলের হেড কোচ এবং অধিনায়কের মধ্যে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এই পরিস্থিতিতে ড্রেসিংরুমের পরিবেশ যে খুব একটা সুখকর হবে না, সেটা বলাই যায়। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা টুর্নামেন্ট। তার আগে এই খবর, ভারতীয় সমর্থকদের চিন্তায় রাখবে।