চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেলে… আগেভাগেই টার্গেট জানিয়ে দিলেন শ্রেয়স আইয়ার


Shreyas Iyer: চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেলে… আগেভাগেই টার্গেট জানিয়ে দিলেন শ্রেয়স আইয়ারImage Credit source: PTI

কলকাতা: বোর্ডের বার্ষিক চুক্তিতে তিনি নেই। কিন্তু তাঁর উপর ভারতীয় টিমের ভরসা হয়তো আছে। যে কারণে ঈশান কিষাণ বার্ষিক চুক্তি থেকে বাদ পড়ার পর আর ভারতের সিনিয়র টিমে ডাক পাননি। কিন্তু তাঁর মতোই বার্ষিক চুক্তি থেকে বাদ পড়া শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) কিন্তু ফের ডাক পেয়েছেন জাতীয় দলে। তিনি আশাবাদী ফের সুযোগ পাবেন ভারতীয় টিমে। চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) স্কোয়াডেও সুযোগ পাওয়ার আশায় রয়েছেন শ্রেয়স। সম্প্রতি তা নিয়ে নিজের মনের কথা তুলে ধরেছেন।

১২ জানুয়ারি রাতে পঞ্জাব কিংস শ্রেয়স আইয়ারকে ওই ফ্র্যাঞ্চাইজির নতুন ক্যাপ্টেন ঘোষণা করেছে। সময়টা তাঁর ভালোই কাটছে। এরপর তিনি ইএসপিএনক্রিকইনফোকে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে খেলার ইচ্ছে নিয়ে বলেছেন শ্রেয়স।

গত বছর ওডিআই বিশ্বকাপে লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার মিডল অর্ডারে ভালো দায়িত্ব পালন করেছিলেন। সেই প্রসঙ্গ তুলে শ্রেয়স বলেন, ‘আমি যে কোনও পজিশনে ব্যাট করতে তৈরি। কেএল এবং আমি বিশ্বকাপে মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলাম। একসঙ্গে মরসুমটা ভালোই কাটিয়েছিলাম। শুধু ফাইনালে আমরা ভালো খেলতে পারিনি। ঠিক যেমনটা চেয়েছিলাম, শেষটা তেমন হয়নি। যদি এ বার চ্যাম্পিয়ন্স ট্রফির টিমে সুযোগ পাই তা হলে সেটা আমার জন্য গর্বের হবে। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা বরাবরই খুবই আনন্দের ও গর্বের।’

এই খবরটিও পড়ুন

উল্লেখ্য, একাধিক দেশ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাদের স্কোয়াড ঘোষণা করেছে। আইসিসির এই টুর্নামেন্টের জন্য ভারতের স্কোয়াড এখনও ঘোষণা হয়নি।

Leave a Reply