শাহরুখের কেকেআর থেকে ‘বঞ্চনা’, প্রীতির পাঞ্জাবের নতুন অধিনায়ক হয়েই ইতিহাস শ্রেয়সের


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি গতবারের আইপিএল জয়ী অধিনায়ক। কিন্তু এবার শ্রেয়স আইয়ারকে দলে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। তাঁকে ২৬.৭৫ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে পাঞ্জাব কিংস। আর সলমন খানের অনুষ্ঠান ‘বিগ বস’-এর মঞ্চ থেকে শ্রেয়সকে অধিনায়ক ঘোষণা করল প্রীতি জিন্টার দল। শ্রেয়সই প্রথম ভারতীয় যিনি আইপিএলে তিনটি দলকে নেতৃত্ব দেবেন।

দায়িত্ব পেয়ে শ্রেয়স বলছেন, “আমি গর্বিত যে দল আমার উপর ভরসা রেখেছে। কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করব বলে মুখিয়ে আছি। আমাদের দল এবার খুব ভালো হয়েছে। অভিজ্ঞ ক্রিকেটার যেমন আছে, তেমনই সম্ভাবনাময় প্রতিভাও আছে। ম্যানেজমেন্ট আমার ভরসা রেখেছে, তার মূল্য দিয়ে পাঞ্জাবকে প্রথম ট্রফি দিতে পারব বলে আশাবাদী।” এর আগে দিল্লি ও কলকাতার অধিনায়ক ছিলেন। এবার পাঞ্জাব কিংসের নেতৃত্ব পেলেন তিনি। অতীতে মাহেলা জয়বর্ধনে (পাঞ্জাব, কোচি, দিল্লি) ও স্টিভ স্মিথ (পুনে ওয়ারিয়ার্স, রাইজিং পুনে সুপার জায়ান্টস, রাজস্থান) তিনটি দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

পাঞ্জাব কিংসের নতুন কোচ রিকি পন্টিং বলছেন, “ক্রিকেট নিয়ে শ্রেয়সের চিন্তাভাবনা অত্যন্ত পরিষ্কার। অধিনায়ক হিসেবে কী করতে পারে, সেটা ও আগেই দেখিয়েছে। এর আগেও আইপিএলে শ্রেয়সের সঙ্গে কাজ করেছি। ওর সঙ্গে কাজ করা উপভোগ করি। এবারও সেটার অপেক্ষায় আছি। আমাদের দলের প্রতিভা ও শ্রেয়সের নেতৃত্ব একটা দারুণ মরশুম উপহার দেবে।”

উল্লেখ্য, এর আগে দিল্লি ক্যাপিটালসের কোচ ছিলেন পন্টিং। কেকেআরে আসার আগে দিল্লির অধিনায়ক ছিলেন শ্রেয়স। দলকে ফাইনালেও তোলেন। এবার দুজনকে একসঙ্গে দেখা যাবে পাঞ্জাবে। আইপিএলের ১৮ বছরে প্রীতি জিন্টার দলের ১৭তম অধিনায়ক হলেন শ্রেয়স। এবার দেখার তাঁর হাত ধরে পাঞ্জাব প্রথম ট্রফি পায় কিনা।

Leave a Reply