সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে কি ‘সুমতি’ হল বিরাট কোহলির? রানের খরা কাটাতে কিং কোহলির ঘরোয়া ক্রিকেটে ফেরার সম্ভাবনা আরও জোরালো হল। রনজি ট্রফির দ্বিতীয় পর্বের জন্য দিল্লির সম্ভাব্য দলে রাখা হল বিরাটকে। একই সঙ্গে ৪১ সদস্যের ওই দলে জায়গা পেয়েছেন ঋষভ পন্থ এবং হর্ষিত রানাকেও।
টেস্ট ক্রিকেটে লাগাতার ব্যর্থতা। বছরের পর বছর রানের খরা। একই ভঙ্গিমায় বারবার আউট। সেইসব ব্যর্থতা কাটিয়ে উঠতে এবার ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করা উচিত কোহলির। বেশ কিছুদিন ধরেই আওয়াজ উঠছে ভারতের ক্রিকেট মহলে। ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীরও অস্ট্রেলিয়ায় বিপর্যয়ের পর দলের সিনিয়র ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেছিলেন, সবার নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলা উচিত। বিসিসিআইও চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিয়েছে। যদিও বিরাট কোহলি, রোহিত শর্মাদের জন্য সেটা বাধ্যতামূলক নয়, পরামর্শ আকারে বলা হয়েছে।
এরই মধ্যে রনজির ৪১ সদস্যের প্রাথমিক দলে কোহলির নাম রাখল দিল্লি। রাখা হল পন্থ এবং হর্ষিতের নামও। যদিও দিল্লি ক্রিকেট সংস্থা জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটারদের খেলা না খেলা নির্ভর করছে তাঁদের পাওয়া যাবে কিনা সেটার উপর। সূত্রের খবর, প্রাথমিকভাবে বিরাটের নাম ৪১ সদস্যের দলে রাখা হলেও তাঁর খেলা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। গত বছরও বিরাটকে এই সম্ভাব্য দলে রাখা হয়েছিল। কিন্তু একটি ম্যাচও খেলননি তিনি। বোর্ডের তরফে দিল্লি সংস্থাকে বিরাটের খেলা না খেলা নিয়ে কিছু জানানো হয়নি। আবার বিরাট নিজেও যে রনজি খেলার আগ্রহ দেখিয়েছেন তেমনটা নয়। ফলে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা থাকছেই। উল্লেখ্য, ২০১২ সালের পর রনজি ট্রফিতে খেলেননি কোহলি। ভারতের ঘরোয়া ক্রিকেটে সেভাবে তাঁকে দেখাই যায় না।
টেস্ট ক্রিকেটে ব্যর্থতার চরম সীমায় পৌঁছে গিয়েছেন কোহলি। ২০২১ সালের পর গত ৪ বছরে বিরাট কোহলি (Virat Kohli) টেস্ট ক্রিকেটে অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়েছেন ২৩ বার। ২০২০ সালের পর থেকে টেস্টে বিরাটের গড় ৩০-এর নিচে। সেই শনি কাটাতে এবার তিনি রনজিতে নামেন কিনা সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));