শিলাজিৎ সরকার: পরপর ব্যর্থতা! নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হেরে উত্তাল ভারতীয় ক্রিকেট। পরিস্থিতি সামলাতে একগুচ্ছ পদক্ষেপ করা হবে বলে ভারতীয় বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বলেই খবর। যার মধ্যে রয়েছে বাধ্যতামূলক ভাবে ঘরোয়া ক্রিকেট খেলা বা সিরিজে পরিবারকে নিয়ে যাওয়ার উপর নিষেধাজ্ঞার মতো বিষয়। তবে বোর্ডের এসব ‘সংস্কারমূলক’ পদক্ষেপের সমর্থক নন সৈয়দ কিরমানি। বরং ’৮৩-র বিশ্বজয়ী দলের উইকেটরক্ষক মনে করছেন, এক্ষেত্রে জটিলতা কমার পরিবর্তে আরও বাড়বে। বরং তিনি ঘুরিয়ে প্রশ্ন তুলে দিলেন কোচ হিসাবে গৌতম গম্ভীরকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েই।
মোহনবাগান ক্লাবের নতুন ক্রিকেট পরিকাঠামোর উদ্বোধন করতে বুধবার শহরে এসেছিলেন কিরমানি। দেশের সর্বকালের অন্যতম সেরা এই উইকেটকিপারকে স্বাভাবিকভাবেই পড়তে হয়েছিল রোহিত শর্মা আর বিরাট কোহলির ভবিষ্যৎ সংক্রান্ত প্রশ্নের সামনে। যা নিয়ে কিরমানির সটান জবাব, “ওদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত ওরাই নেবে। আমাদের কিছু বলা সাজে না। খারাপ সময়ে এসে সবাই ভুলে গিয়েছে ওরা দেশের জন্য কতটা সম্মান আদায় করেছে। সমালোচনার ক্ষেত্রে সেটা মাথায় রাখা উচিত। এর আগে কুম্বলে, সৌরভ, রাহুল, লক্ষ্মণ, ধোনিরা যখন ছেড়েছে, তখনও ওদের মধ্যে ক্রিকেট বাকি ছিল। ওরা চাইলে আরও কয়েক বছর খেলতেই পারত। বিরাট-রোহিতরাও ঠিক সময়ে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবে।”
জাতীয় দলের তারকাদের ঘরোয়া ক্রিকেটে খেলানোরও পক্ষে নন কিরমানি। তিনি বলছিলেন, “ওরা এমনিই সারা বছর প্রচুর ম্যাচ খেলে। ফলে রনজি ট্রফির মতো প্রতিযোগিতায় খেলতে বাধ্য করা হলে ওদের চোটে পড়ার সম্ভাবনা বাড়বে মাত্র। আর কিছু হবে না। বরং ঘরোয়া ক্রিকেটকে নতুন প্রতিভা তুলে আনার মঞ্চ হিসাবে ব্যবহার করা হোক।” বোর্ডের আরও এক সংস্কারমূলক পদক্ষেপ হল সফরে পরিবারকে ব্রাত্য রাখা। যে সিদ্ধান্তের বিরোধী কিরমানি। “এখন ক্রিকেট অনেক বেশি জটিল। ক্রিকেটারদের অনেক বেশি মানসিক চাপে থাকতে হয়। সেখানে স্ত্রীকে পাশে পাওয়াটা আমার মতে চাপ কাটানোর একটা পথ। কারণ স্ত্রীয়ের মতো করে কেউই একটা মানুষকে বোঝে না। আমি তো বলব এমন সিদ্ধান্ত না নেওয়াই ভালো,” মত বিশ্বজয়ী তারকার।
সিনিয়রদের সঙ্গে কোচ গম্ভীরের সম্পর্ক নিয়েও জল্পনা রয়েছে। সে প্রসঙ্গে সরাসরি কোনও জবাব দেননি কিরমানি। তবে কোচ নির্বাচনের ক্ষেত্রে সাধারণ ক্রিকেটারদের মতামত নেওয়ার পক্ষেও সওয়াল করেছেন তিনি। কিরমানির কথায়, “যে কোনও দলই তৈরি হয় ক্রিকেটারদের নিয়ে। ফলে কোচ নিয়ে ওদের মত জানাও জরুরি। যে ১২-১৪ জন ক্রিকেটার নিয়মিতভাবে জাতীয় দলে খেলে, কোচ নিয়ে তাদের সঙ্গে আলোচনা করলে ভালোই হবে বলে আমি মনে করি।” সাম্প্রতিক ফর্ম ভালো না হলেও হিসাবে ঋষভ পন্থের উপরই ভরসা রাখছেন কিরমানি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকেই এক নম্বর উইকেটকিপার হিসাবে নিয়ে যাওয়া উচিত বলে মত দিয়েছেন ৮৮ টেস্ট খেলা এই তারকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));