সারা বাগদান পর্ব, উত্তরপ্রদেশের সাংসদের সঙ্গে বিয়ে রিঙ্কুর! তুঙ্গে জল্পনা


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ইনিংস শুরু করতে চলেছেন রিঙ্কু সিং? অন্তত সেরকমই জল্পনা সোশাল মিডিয়ায়। শোনা যাচ্ছে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান পর্ব সারা হয়ে গিয়েছে কেকেআরের ক্রিকেটারের। তবে এই বিষয়ে দুজনের কেউই প্রকাশ্যে কিছু জানাননি।

২২ জানুয়ারি থেকে শুরু ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই দলে আছেন রিঙ্কু। ইডেন থেকেই শুরু হবে নতুন বছরে তাঁর ক্রিকেট অভিযান। তার আগেই রিঙ্কুকে নিয়ে শুরু নতুন জল্পনা। সূত্রের খবর, সম্প্রতি প্রিয়ার সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেছেন ভারতীয় ক্রিকেটার। সোশাল মিডিয়াতেও এই নিয়ে জোর গুঞ্জন।

উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন প্রিয়া। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি-র বিপি সরোজকে ৩০ হাজার ভোটে হারিয়েছিলেন তিনি। তাঁর বাবা তুফানি সরোজ তিনবার সাংসদ ছিলেন। বর্তমানে তিনি কেরাকাটের বিধায়ক। ২৬ বছর বয়সি প্রিয়া আইন নিয়ে পড়াশোনা করেছেন। প্রথমে বিচারক হওয়ার ইচ্ছা থাকলেও পরে বাবার মতো রাজনীতিতে যুক্ত হন। তবে প্রিয়ার পরিবার থেকে বাগদান পর্বের সত্যতা স্বীকার করা হয়নি। 

অন্যদিকে রিঙ্কুকে এবার ১৩ কোটি টাকায় রিটেইন করেছে কলকাতা নাইট রাইডার্স। এমনকী অধিনায়ক হওয়ার দৌড়েও আছেন উত্তরপ্রদেশের ক্রিকেটার। গত আইপিএলে সেভাবে ফর্মে ছিলেন না। তবে ফিনিশারের দায়িত্ব এবারও তাঁর উপরেই থাকবে। সম্প্রতি বাড়িও কিনেছেন রিঙ্কু। সেসবের মধ্যে নাইট তারকার বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ




Leave a Reply