চ্যাম্পিয়ন্স ট্রফিতে চার স্পিনারের ‘কোপে’ সঞ্জু স্যামসন?


Sanju Samson: চ্যাম্পিয়ন্স ট্রফিতে চার স্পিনারের ‘কোপে’ সঞ্জু স্যামসন?
Image Credit source: PTI FILE

কলকাতা: নিজেকে মেলে ধরছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। সেখানে যেন হঠাৎই পড়ল কোপ! শেষ বার ওডিআইতে পার্লে ১০৮ রানের ইনিংসে মুক্তো ছড়িয়েছিলেন কেরলের উইকেটকিপার ব্যাটার সঞ্জু। যদি তাঁর খেলা শেষ টি-২০ ম্যাচের কথাও বলা হয়, নজরে পড়বে জো’বার্গে রয়েছে ১০৯ রানের অপরাজিত ইনিংস। তিনি যে টিম ইন্ডিয়ার প্রথম পছন্দের উইকেটকিপার ব্যাটার নন, তা বলার অপেক্ষা রাখে না। ফলে তাঁকে টিমে নিলে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলাতে হবে। সেক্ষেত্রে টিম কম্বিনেশন ঘেঁটে যেতে পারে। এই তত্ত্ব উঠে আসছে ক্রিকেট মহলে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সঞ্জু যে সুযোগ পাবেন না, তেমনটাই বলা হচ্ছিল। হলও সেটাই। কী কারণে কোপ পড়ল সঞ্জুতে? আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের যে স্কোয়াড ঘোষণা হয়েছে তাতে রয়েছেন চার স্পিনার। তাই কি শিকে ছিঁড়ল না সঞ্জুর?

গত বছর টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় টিমের স্ট্যান্ডবাইতে ছিলেন সঞ্জু স্যামসন। খেলার সুযোগ পাননি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেটকিপার ব্যাটার হিসেবে ভারতের প্রথম পছন্দ ঋষভ পন্থ। এ ছাড়াও টিমে রয়েছেন লোকেশ রাহুল। ফলে সঞ্জুকে টিমে নেওয়া হলে হয়তো রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হত। এ ছাড়াও ভারতের ১৫ সদস্যের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রয়েছেন ৪ স্পিনার। দুবাইতে স্পিনিং ট্র্যাকের কথা ভেবেই হয়তো চার স্পিনার নেওয়া হয়েছে ভারতীয় টিমে। কিন্তু চার স্পিনার ভারতের একাদশে হয়তো সুযোগ পাবেন না।

এই খবরটিও পড়ুন

দেশের জার্সিতে ১৬টি ওডিআইতে খেলেছেন সঞ্জু স্যামসন। তাতে করেছেন ৫১০ রান। রয়েছে ১টি সেঞ্চুরি ও ৩টি হাফসেঞ্চুরি। এ ছাড়া ভারতের জার্সিতে ৩৭টি টি-২০ ম্যাচ খেলেছেন সঞ্জু। তাতে ৮১০ রান এসেছে তাঁর ব্যাটে। আছে ৩টি সেঞ্চুরি ও ২টি হাফসেঞ্চুরি। উল্লেখ্য, ২০২৪ সালের ৩ ডিসেম্বর শেষ বার সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে খেলেছেন সঞ্জু। কেরলের হয়ে বিজয় হাজারে ট্রফির স্কোয়াডে সুযোগ পাননি। প্রথমে তিনি কেরলের প্রস্তুতি শিবিরে যোগ দিতে পারবেন না বলে মেইল করেছিলেন কেরল ক্রিকেট সংস্থাকে। এরপর তিনি বিজয় হাজারে ট্রফির আগে তাঁর রাজ্য ক্রিকেট সংস্থাকে জানিয়ে দেন, তিনি দল বাছাইয়ের জন্য উপলব্ধ। এরপরও তাঁকে কেরলের বিজয় হাজারে টিমে নেওয়া হয়নি। দীর্ঘদিন সঞ্জু ভারতের হয়ে টি-২০ ফর্ম্যাটেই আটকে রয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ টিমেও সুযোগ পেয়েছেন। কিন্তু ওডিআইতে তিনি আরও একবার ব্রাত্যই রইলেন।

Leave a Reply