সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভারতীয় দল ঘোষণা। ফের বাদ সঞ্জু স্যামসন। ফের শোনা যাচ্ছে ষড়যন্ত্রের তত্ত্ব। এবার কংগ্রেস সাংসদ শশী থারুর দাবি করলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ভারতীয় দল থেকে সঞ্জু স্যামসনের বাদ পড়ার জন্য দায়ী কেরল ক্রিকেট সংস্থা। তাঁর সাফ বক্তব্য, কেরল ক্রিকেট সংস্থার শীর্ষকর্তাদের ইগোর জন্য সঞ্জুর মতো প্রতিভাবান ক্রিকেটারকে বাদ যেতে হয়েছে।
থারুরের বক্তব্য, ‘কেরল ক্রিকেট বড় দুঃখজনক জায়গায়। সঞ্জু স্যামসন কেসিএ কর্তাদের চিঠি দিয়ে জানিয়েছিলেন তিনি মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফির মধ্যে অনুশীলন শিবিরে যোগ দিতে পারবেন না। সঙ্গে সঙ্গে তাঁকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হল। সেটার জন্যই এবার সঞ্জুকে জাতীয় দল থেকে বাদ পড়তে হল।’ থারুরের আক্ষেপ, ‘যে ব্যাটারের বিজয় হাজারেতে রান সর্বোচ্চ ২১২, ওয়ানডেতে দেশের হয়ে যার গড় ৫৬.৬, তাঁর কেরিয়ার শুধু প্রশাসকদের ইগোর জন্য শেষ হয়ে যাচ্ছে।’
The sorry saga of the Kerala Cricket Association and Sanju Samson — the player wrote to KCA, in advance, regretting his inability to attend a training camp between the SMA and the Vijay Hazare Trophy tournaments, and was promptly dropped from the squad — has now resulted in…
— Shashi Tharoor (@ShashiTharoor) January 18, 2025
বস্তুত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা হয়নি সঞ্জু স্যামসনের। তাঁর বদলে দুই উইকেটরক্ষক হিসাবে জায়গা পেয়েছেন ঋষভ পন্থ এবং কেএল রাহুল। অথচ সঞ্জু স্যামসন সাদা বলের ক্রিকেটে ভালো ফর্মে ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তাহলে কেন বাদ দেওয়া হল সঞ্জুকে? একটা মহলের ব্যাখ্যা বোর্ডের নির্দেশ মেনে বিজয় হাজারে ট্রফিতে না খেলার কারণেই সঞ্জুর কথা ভাবেননি নির্বাচকরা। এখানেই কেরল ক্রিকেট সংস্থাকে দুষছেন কংগ্রেস সাংসদ শশী থারুর।
আসলে সঞ্জু কেন বিজয় হাজারে খেললেন না তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। সঞ্জুর শিবিরের দাবি, তিনি ঘরোয়া ক্রিকেটের ওই টুর্নামেন্ট খেলতে চেয়েছিলেন। কিন্তু বিজয় হাজারের আগে রাজ্য দলের অনুশীলন শিবিরে অংশ নিতে পারবেন না বলে কেরল ক্রিকেট সংস্থাকে জানিয়েছিলেন। সেকারণে তাঁকে আর দলেই রাখা হয়নি। অন্যদিকে কেরল ক্রিকেট সংস্থার কর্তা জয়েশ জর্জ আবার উলটো কথা বলছেন। তাঁর বক্তব্য, “সঞ্জু বিজয় হজারেতে যা করছে সেটা ঠিক নয়। এক লাইনের বার্তা পাঠিয়ে জানিয়েছে ও খেলতে পারবে না।” সঞ্জুর বাদ পড়ার নেপথ্যে তাঁর নিজের অবাধ্যতাকেই দায়ী করছেন রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা। কিন্তু শশী থারুর বলছেন উলটো কথা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));