সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করল ভারতের মেয়েরা। ওয়েস্ট ইন্ডিজকে ৪৪ রানের মধ্যে গুঁটিয়ে দেন যোশিথারা। শেষ পর্যন্ত মাত্র ৪.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতের মেয়েরা।
কুয়ালা লামপুরে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক নিকি প্রসাদ। আর শুরু থেকেই বল হাতে ঝড় তুলতে শুরু করেন ভিজে যোশিথা-আয়ুশী শুক্লারা। ২টি করে উইকেট তোলেন দুজনেই। তিনটি উইকেট পারুনিকা সিসোদিয়ার। বাকি তিনটি রান আউট। ওয়েস্ট ইন্ডিজের পাঁচ জন ব্যাটার শূন্য রানে ফিরে যান। তাদের মধ্যে সর্বোচ্চ রান করেন কেনিকা কাসার (১৫)। শেষ পর্যন্ত ১৩.২ ওভারে মাত্র ৪৪ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে কোনও রকম ভাবেই চাপে পড়েনি ভারতের মেয়েরা। যদিও ৪ রানের মাথায় গঙ্গাদি তৃষা ফিরে যান। কিন্তু তারপর কমলিনী (১৬) ও সানিকা চালকে (১৮) অনায়াসে লক্ষ্যে পৌঁছে দেন ভারতকে। ৯ উইকেটে ম্যাচ জেতে অনূর্ধ্ব-১৯ দল। এই গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, মালয়েশিয়াও। প্রথম ম্যাচের পর রান রেটের বিচারে লিগ শীর্ষে রয়েছে ভারত।
এই টুর্নামেন্টে গতবারের চ্যাম্পিয়ন ভারত। নিকি প্রসাদদের পরের ম্যাচ ২১ জানুয়ারি মালয়েশিয়ার বিরুদ্ধে। ২৩ জানুয়ারি শ্রীলঙ্কার মুখোমুখি টিম ইন্ডিয়া।
View this post on Instagram