ইডেন টাঙাল মহম্মদ সামির জন্য ‘সামিয়ানা’
Image Credit source: X
কলকাতা: জাতীয় দলের জার্সিতে ফের স্বমহিয়াম দেখা যাবে মহম্মদ সামিকে (Mohammed Shami)। ইডেনে (Eden Gardens) তার জন্য প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় তারকা পেসার। ক্রিকেটের নন্দনকানন সামির জন্য টাঙিয়েছে সামিয়ানা। এ কথা বললে কিছু ভুল বলা হবে না। বোর্ডের (BCCI) পক্ষ থেকে সামির এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যা দেখে তাঁর অনুরাগীদের মন বেশ ভালো হয়েছে। যার প্রমাণ মিলছে সোশ্যাল মিডিয়ায়।
২০২৩ সালে ওডিআই বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের জার্সি সামির গায়ে ওঠেনি। এ বার ২২ জানুয়ারি ইডেনে যে ভারত-ইংল্যান্ড টি-২০ সিরিজের প্রথম ম্যাচ হবে, সেখানে অ্যাকশনে দেখা যাবে মহম্মদ সামিকে। ইডেনে তাঁকে ঘিরে বিরাট উন্মাদনা। ক্রিকেটের নন্দনকানন তাঁর কাছে ঘরের মাঠ। সেখানে ভারতীয় টিমের সঙ্গে অনুশীলনে ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে সামিকে।
এই খবরটিও পড়ুন
বোর্ডের শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, ইডেনের ২২ গজে প্রবেশ করার পর সামিকে এসে জড়িয়ে ধরেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল। এরপর দেখা যায় টিম হার্ডলের সময় হাসছেন তিনি। এরপর সামিকে দেখা যায়, ধীরে ধীরে নেটে বোলিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিসিসিআইয়ের ১ মিনিট ৪৩ সেকেন্ডের ওই ভিডিয়োতে সামির অনুশীলনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছে। এ বার দেখার নীল জার্সিতে ফেরার পর সামি কেমন পারফর্ম করেন, সেদিকে থাকবে সকলের নজর।
He’s BACK 💪🏻
Team India 🇮🇳
Mohd. Shami 😎
Eden Gardens 🏟️Just perfect 👌🏻#TeamIndia | #INDvENG | @MdShami11 | @IDFCFIRSTBank pic.twitter.com/PwCuEOcaDA
— BCCI (@BCCI) January 20, 2025