সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশ বছর পর ফের রনজি ট্রফিতে নামছেন রোহিত শর্মা। আর সেখানে তাঁর প্রতিপক্ষ রোহিত শর্মা। হ্যাঁ, ঠিকই পড়েছেন। রনজিতে প্রত্যাবর্তনের ম্যাচে রোহিতের বিরুদ্ধে নামবেন রোহিত। আর সেই সঙ্গে মুম্বইয়ের স্টেডিয়ামে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছে এমসিএ। থাকছে অতিরিক্ত দর্শকাসনও।
কিন্তু এই রোহিত বনাম রোহিত বিষয়টা কী? ২৩ জানুয়ারি এক দশক পর জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে নামবেন রোহিত। আর জম্মু ও কাশ্মীর দলেও আছেন রোহিত শর্মা। ৩০ বছর বয়সি এই ক্রিকেটার মূলত বোলার। ২২টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৯টি উইকেট রয়েছে। চলতি মরশুমের রনজিতেও কয়েকটি ম্যাচে তিনি জম্মু ও কাশ্মীরের হয়ে হাত ঘুরিয়েছেন। ফলে তিনি যদি প্রথম দলে থাকেন রোহিত বনাম রোহিত দেখা যেতে পারে।
অন্যদিকে ভারত অধিনায়ক রোহিত শর্মা যে রনজিতে নামবেন, তা কিছুদিন আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল। বর্ডার গাভাসকর ট্রফির ব্যর্থতার পর বোর্ডের থেকে নিদান এসেছে ঘরোয়া ক্রিকেট খেলার। তাতে শামিল হয়েছেন রোহিত শর্মাও। অজিঙ্ক রাহানে, যশস্বী জয়সওয়ালদের সঙ্গে তাঁর প্র্যাকটিসের ভিডিও-ছবি ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। আর তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে মুম্বই ক্রিকেট সংস্থা।
বান্দ্রার এই স্টেডিয়ামে দর্শকাসন খুব বেশি নয়। সাধারণত লিগের খেলা হয় সেখানে। রোহিতের কামব্যাক ম্যাচে সেটা কোনওভাবেই যথেষ্ট নয়। এমসিএ-র ধারণা, অসংখ্য মানুষ আসবেন এই ম্যাচ দেখতে। তাও কোনও রকমে ৫০০ দর্শকাসনের ব্যবস্থা করা গিয়েছে বলেই খবর। আর যেহেতু ভারত অধিনায়ক নামছেন, তাই নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে।