‘চ‌্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ে দুঃখ নেই, তবে…’, ইডেনে নামার আগে আক্ষেপ জানালেন সূর্য


স্টাফ রিপোর্টার: চ‌্যাম্পিয়ন্স ট্রফির দলে তাঁর জায়গা হয়নি। কিন্তু তাতে দুঃখ নেই টি-টোয়েন্টিতে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের। বরং তাঁর খারাপ লাগে একটা কথা ভেবে। তিনি পারফর্ম করে টিমে ঢুকতে পারলেন না, সেটা ভেবে।

মঙ্গলবার ইডেনে সাংবাদিক সম্মেলন করতে বসে সূর্য বলছিলেন, ‘‘বাদ পড়েছি বলে খারাপ লাগবে কেন? আমি তো ভালো খেলিনি। ভালো খেললে তবে না টিমে থাকব। আমার বরং এটা ভেবে খারাপ লাগে যে, পারফর্ম করে টিমে থাকতে পারলাম না। সঙ্গে বলব, যারা টিমে সুযোগ পেয়েছে, তারা প্রত‌্যেকে সুযোগ পাওয়ার যোগ‌্য। তারা পারফর্ম করেছে, করে জায়গা পেয়েছে।’’

টি-টোয়েন্টি টিমের নতুন সহ-অধিনায়ক নিয়েও এ দিন বাউন্সারের মুখে পড়তে হয় সূর্যকে। আসলে এর আগে টি-টোয়েন্টি টিমের-সহ অধিনায়ক ছিলেন হার্দিক পাণ্ডিয়া। কিন্তু ইংল‌্যান্ড সিরিজের পূর্বে হঠাৎই তাঁকে সরিয়ে অক্ষর প‌্যাটেলকে সহ-অধিনায়ক ঘোষণা করা হয়। কী ভাবে সামলাচ্ছেন সব? টিমে হার্দিকের ভূমিকাই বা কী? তাঁর সঙ্গে সম্পর্কই বা কেমন?

জবাবে সূর্য বলেন, ‘‘আমার সঙ্গে হার্দিকের সম্পর্ক বরাবরই ভালো। আমরা দীর্ঘ সময় ধরে একসঙ্গে খেলছি। ২০১৮ সালের সেই দিনটার কথা আমার আজও মনে আছে, যে দিন আমি মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে গিয়েছিলাম। তার পর থেকে আমরা একসঙ্গেই খেলছি। আমাদের মধ‌্যে বন্ধুত্বও আছে। আর অধিনায়কত্ব আমার কাছে নিছকই বাড়তি দায়িত্ব মাত্র। আর একটা কথা। হার্দিক কিন্তু লিডারশিপ গ্রুপেরই অংশ। কোনও সমস‌্যা হলে আমরা কথা বলে নিই।’’

Leave a Reply