BCCI-ই ‘ভগবান’, রোহিতের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির ফটোশুটে দুবাই-ই গন্তব্য বাকি ক্যাপ্টেনদের


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নামেই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি। আসলে কী করতে হবে আর কী না করতে হবে, সব যেন ঠিক করে দিচ্ছে বিসিসিআই-ই। তা সেটা হাইব্রিড মডেল হোক বা জার্সিতে ‘পাকিস্তান’ শব্দটি না লেখা। এমনকী প্রতিযোগিতা শুরুর আগে ফটোশুটেও সেদেশে যাবেন না রোহিত শর্মা। আর এই নিয়ে বিসিসিআইয়ের যুক্তি, টুর্নামেন্টই যখন সরানো হল, তাহলে এই ইভেন্ট সরানো তো ‘তুচ্ছ বিষয়’।

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ডামাডোল শেষ হয়েও শেষ হওয়ার নাম নিচ্ছে না। হাইব্রিড মডেল মেনে নিতে বাধ্য হয়েছে পাকিস্তান। যত আপত্তিই থাকুক না কেন, শেষ পর্যন্ত আইসিসি-র চাপের কাছে নতিস্বীকার করতে বাধ্য হয়েছে পাক বোর্ড। রোহিতরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামবেন দুবাইয়ে। এখানেই শেষ নয়। সম্প্রতি বিসিসিআই থেকে নির্দেশ দেওয়া হয়েছে, আয়োজক দেশ পাকিস্তানের নাম থাকবে না রোহিতদের জার্সিতে। ওজর-আপত্তি উড়িয়ে শেষ পর্যন্ত সেটাও হয়তো মেনে নিতে বাধ্য হবে পিসিবি।

মাঝে শোনা যাচ্ছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানে যাবেন রোহিত শর্মা। পাকিস্তানও আশাবাদী ছিল, হয়তো ভারত অধিনায়ক যাবেন বর্ডারের ওপারে। ১৬ কিংবা ১৭ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে প্রত্যেক টিমের অধিনায়ককে উপস্থিত থাকতে হয়। কিন্তু রোহিত সেখানে যাবেন না। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রোহিতের না যাওয়া একপ্রকার নিশ্চিত করে দিয়েছে বিসিসিআই।

রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই থেকে আইসিসি-কে বলা হয়েছে গোটা অনুষ্ঠানকেই দুবাইয়ে সরিয়ে নিতে। যা নিয়ে বোর্ডের এক সূত্র বলছেন, “চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচই পাকিস্তানে হচ্ছে না। এই নিয়ে ভারতের অনুরোধ তো আইসিসি মেনেই নিয়েছে। ফলে এখন এই সব অনুষ্ঠান সরিয়ে নেওয়া ছোটখাটো বিষয়।” উল্লেখ্য, আইসিসির প্রধান পদে আছেন জয় শাহ। তিনি অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির জলঘোলায় সরাসরি ঢোকেননি। অন্যদিকে বিসিসিআইয়ের শক্তি নিয়ে বাকি দেশগুলোও সচেতন। ফলে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির ‘ভগবান’ও বিসিসিআই। এমনটাই মনে করছেন অনেকে।

Leave a Reply