সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ বছর বাদে টি-২০ বিশ্বকাপ জয়। ১৩ বছর বাদে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন। গত বছর বার্বাডোজে টি-২০ বিশ্বকাপ জয় ভারতীয় সমর্থকদের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়েছে। বিশ্বজয়ের জন্য দেশজুড়ে রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়াদের দেশজুড়ে বন্দনাও হয়েছে। কিন্তু এখন শোনা যাচ্ছে, ওই বিশ্বজয়ে নাকি কৃতিত্বই ছিল না রোহিত শর্মাদের। সব কৃতিত্ব নাকি আইআইটি বাবার। মহাকুম্ভে সন্ধান মেলা ভাইরাল আইআইটি বাবা নিজেই সেই দাবি করেছেন।
সম্প্রতি আইআইটি বাবার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এক সাংবাদিক আইআইটি বাবাকে প্রশ্ন করেছিলেন, তিনি ক্রিকেট দেখেন কিনা? জবাবে আইআইটি বাবার দাবি, খেলা শুধু যে দেখেন তা নয়, ভারতকে তিনি ম্যাচও জিতিয়েছেন। ভিডিও-তেই তিনি স্পষ্ট দাবি করেছেন, ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের কৃতিত্ব তাঁরই। রোহিত ভুল করছিলেন। ভারতে বসে সিগন্যাল পাঠিয়ে সেই ভুল শুধরে দেন তিনি নিজেই।
তাঁর দাবি, ‘আমিই রোহিতকে বারবার বলছিলাম, হার্দিককে বল দাও। কিন্তু, রোহিত কিছুতেই শুনছিল না। আমি সিগন্যাল পাঠিয়ে শুধরে দিলাম।’ এতদূরে বসে কীভাবে সম্ভব সিগন্যাল পাঠানো? তার ব্যাখ্যাও দিয়েছেন আইআইটি বাবা। যদিও সেই ব্যাখ্যার মাথামুন্ডু বিশেষ বোঝা যায়নি। ভিডিওটি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।
গত কয়েকদিন ধরে সমস্ত সংবাদমাধ্যমে দেখা গিয়েছে আইআইটি বাবাকে। তাঁর দাবি, তিনি আইআইটি স্নাতক। আসল নাম অভয় সিং। সাধু হওয়ার পর তাঁর নাম হয়েছে মাসানি গোরখ। কোটি কোটি টাকার চাকরির প্যাকেজকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন হরিয়ানার বাসিন্দা। যদিও সবটাই তাঁর দাবি। যে আখড়ায় তিনি থাকতেন সেই আখড়া তাঁকে তাড়িয়ে দিয়েছেন। আখড়ার তরফে দাবি করা হয়েছে, অভয় আসলে ভবঘুরে। সাধু নন। যে কোনও আখড়ায় ঢুকে পড়েন তিনি।