স্টাফ রিপোর্টার: সোমবারই নৈহাটি স্টেডিয়ামে কলকাতা লিগের বাকি দুটি ম্যাচের দিন ঘোষণা করেছিল আইএফএ। রাজ্য ফুটবল সংস্থার দিন ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যে স্টেডিয়াম কর্তৃপক্ষ জানিয়ে দিল, উক্ত দুই দিন তাদের স্টেডিয়াম পাওয়া যাবে না। ফলে ফের ঘরোয়া লিগ নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়ে গেল।
সোমবার আইএফএ-র পক্ষ থেকে জানানো হয়েছিল, ১৩ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল-ডায়মন্ডহারবার এফসির ম্যাচটি হবে। ডায়মন্ডহারবার বনাম মহামেডান ম্যাচটি হওয়ার কথা ছিল ১৮ ফেব্রুয়ারি। যদিও এই দিন ঘোষণার পরেই ডায়মন্ডহারবার এফসির তরফ থেকে জানানো হয়েছিল, তাদের ১৬ ফেব্রুয়ারি আই লিগ দ্বিতীয় ডিভিশনের ম্যাচ আছে। তারা এত কম দিনের ব্যবধানে কলকাতা লিগের ১৮ তারিখের ম্যাচটি খেলতে চাইছে না।
এমনকী, ইস্টবেঙ্গলের পক্ষ থেকেও ভেনু পরিবর্তনের কথা বলে চিঠি দেওয়া হয়েছিল আইএফএ-কে। অবশেষে সোমবার নৈহাটি স্টেডিয়াম কর্তৃপক্ষই জানিয়ে দিল, আইএফএ-র ঘোষণা করা তারিখে স্টেডিয়ামে অন্য অনুষ্ঠান রয়েছে। ফলে ওই দুটি দিনে ঘরোয়া লিগের ম্যাচ করা সম্ভব নয়। এদিন আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “স্টেডিয়াম কর্তৃপক্ষের তরফ থেকে উক্ত দিন স্টেডিয়াম পাওয়া যাবে না বলে জানানো হয়েছে আমাদের। এখন ফের আমাদের নতুন করে ভাবতে হবে।”