সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘যদি আমি ওখানে থাকতাম, দেশের হয়ে কিছু করতে পারতাম।’ বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন এই কথাগুলিই ভাবতেন মহম্মদ শামি। তিনি সেসময়ে চোট পেয়ে জাতীয় দলে ব্রাত্য। ঘরোয়া ক্রিকেট খেলে, লাগাতার রিহ্যাব করে ফের জাতীয় দলের জার্সিতে ফেরার চেষ্টা করছেন। সেই সময়েই বঙ্গ পেসারকে কুরে কুরে খেত অজি সফরে রোহিত ব্রিগেডের ব্যর্থতা।
প্রিয় ছাত্রের সেই কঠিন দিনগুলি নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন শামির ছোটবেলার কোচ বদরুদ্দিন। প্রিয় ছাত্র জাতীয় দলে ফেরার পর আবেগাপ্লুত বদরুদ্দিন বলেন, “ও ১০০ শতাংশ ফিট, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে একেবারে তৈরি। শামি যখন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল, শারীরিক ও মানসিকভাবে প্রচুর পরিশ্রম করেছে। মাটির মধ্যে খালি পায়ে দৌড়ত। সেখানেই পুশ আপ করত। এইগুলো ওর রিহ্যাবে খুব সাহায্য করেছে।”
বদরুদ্দিন আরও বলেন, ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ থেকেই খেলার ইচ্ছা ছিল শামির। চেয়েছিলেন অজিভূমে গিয়ে বর্ডার-গাভাসকর ট্রফিতে নামতে। কিন্তু শামির ছোটবেলার কোচ জানতেন, তারকা পেসারের মাঠে ফিরতে অনেক লড়াই বাকি রয়েছে। কিন্তু বাড়িতে বসে বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের অসহায় আত্মসমর্পণ দেখতে দেখতে চোখে জল আসত তারকা পেসারের। আফশোস করতেন, কেন খেলতে পারছেন না ভারতের হয়ে।
সাক্ষাৎকারে বদরুদ্দিন বলছেন, “ভারত যখন অস্ট্রেলিয়ায় খারাপ খেলছে তখন শামি প্রায়ই বলত, ‘আমি যদি ওখানে থাকতাম, তাহলে ভারতের হয়ে কিছু করতে পারতাম’। ভারতীয় বোলাররা যখন উইকেট নিতে পারছে না, তখন কেঁদে ফেলত শামি। বাড়িতে বসে এইভাবে খেলা দেখাটা খুব যন্ত্রণাদায়ক ছিল ওর পক্ষে।” বদরুদ্দিনের কথায়, জাতীয় দলে ফিরে আবার ভয়ংকর হয়ে উঠবেন শামি। আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে মাঠে নামবেন তারকা পেসার, আশায় ছোটবেলার কোচ।