হার্দিক, শাহিনরা যেন টম ক্রুজ়! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ‘মিশন ইম্পসিবল’ বানাল আইসিসি


হার্দিক, শাহিনরা যেন টম ক্রুজ়! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ‘মিশন ইম্পসিবল’ বানাল আইসিসি
Image Credit source: ICC

কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। হাতে আর এক মাসও নেই। ১৯ ফেব্রুয়ারি শুরু হবে এ বার আইসিসির এই মেগা টুর্নামেন্ট। তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ‘মিশন ইম্পসিবল’ বানাল আইসিসি। ১৯৯৮ সালে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিকে মিনি বিশ্বকাপও বলা হয়। ২০১৭ সালের পর দীর্ঘদিন এই টুর্নামেন্ট হয়নি। এ বার আট টিমের এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শুরু হয়েছে মাতামাতি। একটা ম্যাচ হারা মানেই অনেকটা পিছিয়ে পড়া। আসর জমাতে লেগে পড়েছে আইসিসিও। এমন এক প্রোমো বের করেছে আইসিসি, তাতে ক্রিকেট প্রেমীরা খুঁজে পাচ্ছেন হলিউড সুপারস্টার টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল’ এর আভাস।

আইসিসির সোশ্যাল মিডিয়া সাইটে বুধবার সন্ধে ৬টা নাগাদ এক ভিডিয়ো শেয়ার করা হয়। সেখানে ক্যাপশনে লেখা রয়েছে, ‘১৫ ম্যাচ, ৮ টিম, ১ চ্যাম্পিয়ন। সকলেই লাইনে। অ্যাকশন শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি।’ ভিডিয়োটির শুরুতে দেখা যায় একটি রুমের মধ্যে রাখা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রফিটি। সেখানে এসির ভেন্টে শুয়ে রয়েছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার শাদাব খান। সেখান থেকে তিনি একটি দড়ি ধরে রয়েছেন। যে দড়িতে বাঁধা রয়েছেন শাহিন আফ্রিদি। শাদাবকে বলতে শোনা যায়, ‘লালা আরামসে। চারিদিকে বিপদ।’ এরপর শাহিনকে বলতে শোনা যায়, ‘ভাই দেখে। একটা ভুল মানেই খেলা শেষ।’

দুই পাক তারকার কথোপকথন শেষ হতে না হতে ভিডিয়োতে প্রবেশ হার্দিক পান্ডিয়ার। যে রুমে চ্যাম্পিয়ন্স ট্রফি রাখা রয়েছে, সেটির থেকে খানিক দূরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় হার্দিক পান্ডিয়াকে। মুহূর্তের মধ্যে একটি বল ছুড়ে দেন তিনি। যার ফলে লেজ়ার রে স্পষ্ট হয়ে যায়। আর ঠিক সেই সময় শাদাব খানের হাত খানিক ফস্কে যায়। যার ফলে শাহিন সেই লেজ়ার রে-তে পড়তে পড়তে বাঁচেন। এরপর এক কণ্ঠস্বর শোনা যায়, ‘হার্দিক তুমি কি এটা করতে পারবে?’ উত্তরে হার্দিক বলেন, ‘এটা চ্যাম্পিয়নদের গেম। সকলেই লাইনে আছে।’ এরপর হার্দিক মেঝেতে শুয়ে পড়েন। এবং এগিয়ে যেতে থাকেন সেই লেজ়ার রে-র মধ্য দিয়ে। এরপর বেশ কয়েকটি অ্যাক্রোবেটিক মুভের পর ট্রফির কাছে পৌঁছে যান।

সেখানে এরপর মেঝে কেটে হাজির হন আফগানিস্তানের তারকা মহম্মদ নবি। এসেই বলেন, ‘প্রেসিডেন্ট এখানে।’ তারপর ট্রফির কাছে আসেন ইংল্যান্ডের ফিল সল্ট। এরপর চার তারকা ট্রফির কাছে পৌঁছে গেলে, হার্দিক বলেন, ‘প্রতিযোগিতা! মজা হবে।’ এরপর দেখা যায় হার্দিক, শাহিন, মহম্মদ নবি ও ফিল সল্ট লাফ দিয়ে ট্রফি হাতে তোলার চেষ্টা করেন।



Leave a Reply