আলাপন সাহা: বুধবার ইডেনে মহম্মদ শামিকে টিমে না দেখে সবাই হয়তো চমকে উঠেছিলেন। কারণ ম্যাচের আগে একপ্রকার ধরেই নেওয়া হয়েছিল যে, নিজের ঘরের মাঠেই প্রত্যাবর্তন হতে চলেছে ভারতীয় পেসারের। বিশেষ করে প্র্যাকটিসে যে ছন্দে শামিকে বোলিং করতে দেখা গিয়েছিল, তাতে তাঁর না খেলাটাই অস্বাভাবিক ছিল। যা নিয়ে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে প্রশ্নও করা হয়েছিল অভিষেক শর্মাকে।
ভারতীয় ক্রিকেটে অন্দরমহলে খোঁজ নিয়ে জানা গেল, ইডেনে প্রথম টি-টোয়েন্টি শামিকে না খেলানোর একটা কারণ টিম কম্বিনেশন। আর দ্বিতীয় কারণ হল, ভারতীয় টিম ম্যানেজমেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ভেবে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না। গত দু’বছর শামি কোনও টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি। শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০২২ বিশ্বকাপের সেমিফাইনাল। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে। শোনা গেল, ওয়ান ডে আর টেস্টের জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের ‘স্কিম অফ থিংসে’ রয়েছেন শামি। তাছাড়া সামনের বছর ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। তার জন্য সম্পূর্ণ নতুন একটা দল তৈরির চিন্তা-ভাবনা রয়েছে ভারতের।
অনেকে ভেবেছিলেন, শামিকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে রাখা হবে। কিন্তু টিম ম্যানেজমেন্ট চাইছিল, তারকা পেসারকে টিমের সঙ্গে রাখতে। দল নির্বাচনী বৈঠকেই নাকি ঠিক হয়ে গিয়েছিল যে, শামিকে টি-টোয়েন্টি সিরিজে সব ম্যাচে খেলানো হবে না। দুটো-তিনটে ম্যাচে তিনি খেলবেন। কিন্তু দলের সঙ্গে পুরো সিরিজ তাঁকে রাখা হবে। অনেক সময় দীর্ঘদিন মাঠের বাইরে থাকলে ক্রিকেটাররা মানসিক দিক থেকেও কিছুটা দুর্বল হয়ে যান। শামির ক্ষেত্রে সেটা যাতে না হয়, তাই তাঁকে স্কোয়াডে নিয়ে আসা হয়। তাছাড়া প্রত্যেকটা প্র্যাকটিস সেশনে টিমের সঙ্গে থাকতে পারবেন তিনি। এটাও জানা গেল, শামিকে কোন কোন ম্যাচে খেলানো হবে না, সেটা টিম ম্যানেজমেন্ট তাঁকে জানিয়েও দিয়েছে।
বৃহস্পতিবার দুপুরেই শহর ছাড়লেন শামিরা। পরের ম্যাচ চেন্নাইয়ে। ভারতীয় ক্রিকেট মহলের যা খবর, তাতে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ভেবে টিম কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না। শামিকে ফেরানো নিয়ে তাই তাড়াহুড়োর রাস্তায় যেতে চাইছেন না গম্ভীররা। কারণ জশপ্রীত বুমরাহকে আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে কি না, সেটা কেউ জানে না। বুমরাহ না থাকলে ভারতীয় পেস অ্যাটাককে নেতৃত্ব দিতে হবে শামিকেই। তাই ঠিক হয়েছে, ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হবে তাঁকে। চিপকে পরের ম্যাচ। সেখানেও তিন স্পিনার নিয়েই নামার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই তৃতীয় আর চতুর্থ ম্যাচে শামিকে খেলানো হতে পারে। শেষ টি-টোয়েন্টিতে ফের বিশ্রাম দেওয়া হতে পারে। ওয়ান ডে সিরিজে হয়তো সব ম্যাচেই খেলবেন। ওই সিরিজেই চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া সারবে ভারত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
(function(d, s, id){ var js, fjs=d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js=d.createElement(s); js.id=id; js.src="https://connect.facebook.net/en_GB/sdk.js#xfbml=1&version=v3.0&appId=613665185492388&autoLogAppEvents=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); } (document, 'script', 'facebook-jssdk'));