ঠিক যেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো… মুগ্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার


ইডেন গার্ডেন্সে দুর্দান্ত পারফর্ম করেছিলেন অভিষেক শর্মা। ভারতের এই তরুণ ওপেনার বিধ্বংসী ব্যাটিং করেছিলেন। চেন্নাইতে দ্বিতীয় ম্যাচের আগে অবশ্য় তাঁকে নিয়ে অস্বস্তি তৈরি হয়েছিল। শুক্রবার অনুশীলনের সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন অভিষেক শর্মা। নেটে গেলেও ব্যাটিংয়ে অস্বস্তিতে দেখিয়েছিল। অভিষেককে অবশ্য পাওয়া গেল। ওপেনিংয়ে শুরুটাও দুর্দান্ত করলেন। যদিও ইডেনের মতো বড় ইনিংস এল না চিপকে। তাঁর ব্যাটিংয়ের শুরুটাই অবশ্য মুগ্ধতায় ভরিয়ে দিয়েছে ভারতের দুই প্রাক্তন ক্রিকেটারকে।

প্রথম টি-টোয়েন্টির মতোই শুরুটা দুর্দান্ত করেন অভিষেক শর্মা। পরিসংখ্যান বলছে, প্রতি তিন বলেই তিনি বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি মারেন। এ দিনও নিজের ফেস করা তৃতীয় ডেলিভারিতেই বাউন্ডারি মারেন অভিষেক। জোফ্রা আর্চারের বোলিংয়ে অফ সাইডে একঝাঁক ফিল্ডার। তাঁদের উপর দিয়েই বাউন্ডারি মারেন অভিষেক শর্মা। আর তা দেখেই ধারাভাষ্যকার আকাশ চোপড়া ও অম্বতি রায়ডুর চোখে ভেসে ওঠে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা।

স্টার স্পোর্টস হিন্দি ধারাভাষ্যে আকাশ চোপড়া ও রায়ডু নিজেদের মধ্য়ে আলোচনায় বলেন, ‘ঠিক যেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের মতো। আমাদের দাদা। গড অব অফসাইড। তবে দাদা হলে শটটা জমি ঘেসে খেলত। অভিষেক এই প্রজন্মের, তাই উপর দিয়ে খেলল।’ মার্ক উডের এক্সপ্রেস গতিতে পরাস্থ হন অভিষেক। হঠাৎই দ্রুতগতির একটি ডেলিভারি নীচু হয়ে আসে। লেগ বিফোরের আবেদনে অনফিল্ড আম্পায়ার আউটও দেন। রিভিউ নিলেও লাভ হয়নি। ৬ বলে ১২ রানে ফেরেন অভিষেক। পুরো রানই এসেছে বাউন্ডারিতে।



Leave a Reply