ইন্ডিয়ান সুপার লিগে মুম্বইয়ের মাঠে এক পয়েন্ট ইস্টবেঙ্গলের। গোল শূন্য ড্র। চোট আঘাতে জর্জরিত লাল-হলুদ শিবির। স্বস্তিতে রেখেছিল মুম্বইয়ের পরিসংখ্যান। ঘরের মাঠে মুম্বই সিটি এফসির কাছে এ মরসুমেও হেরেছে ইস্টবেঙ্গল। তবে মুম্বইয়ের মাঠে তাদের বিরুদ্ধে কখনও হারেনি। এই পরিসংখ্যান অটুট রাখাই লক্ষ্য ছিল। সেই লক্ষ্য পূরণ হল ইস্টবেঙ্গলের। মাত্র এক পয়েন্ট এলেও ইস্টবেঙ্গলের কাছে তা মহামূল্যবান বলাই যায়। এর নানা কারণ রয়েছে।
ডিফেন্স হোক, রক্ষণ বা মাঝমাঠ। একাধিক চোটের কারণে সব বিভাগেই শক্তি হারিয়েছে ইস্টবেঙ্গল। মরসুম যত এগোচ্ছে কোচ অস্কার ব্রুজোর চাপ ততই বাড়ছে। ফুল টিম কখনই পাচ্ছেন না। মুম্বই ম্যাচের আগেও নতুন করে চোটের তালিকায় নাম জুড়েছিল হিজাজি মাহের ও ক্লেটন সিলভার। দু-জনকে ছাড়াই মুম্বই রওনা দিতে হয়েছিল। আক্রমণ ভাগে দিমিত্রি ডায়ামান্টাকোস অবশ্য ছিলেন। সুযোগও পেয়েছিলেন দুর্দান্ত। কিন্তু গোলের মুখ খুলতে পারেননি।
প্লে-অফের দৌড়ে টিকে থাকতে প্রতিটা পয়েন্টই এখন গুরুত্বপূর্ণ। ইস্টবেঙ্গলের কাছে বাকি সব ম্যাচই মরন বাঁচণ। মরসুমের শুরুতে টানা ছয় ম্যাচ হেরে যে ফাঁক তৈরি হয়েছিল, তা এখন আর ভরাট করা সম্ভব নয়। মাঝে পরপর তিনটে ম্যাচও হেরেছে ইস্টবেঙ্গল। ঘরের মাঠে গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল। মুম্বইয়ের মাঠে সেটা কাজে লাগল। তবে সুযোগ মিস না হলে পুরো তিন পয়েন্ট নিয়েও আসা সম্ভব ছিল।