ভারত হোক বা অন্য কোনও দেশ। জার্মান ফুটবলের প্রতি ক্রীড়া প্রেমীদের আকর্ষণ দীর্ঘদিনের। সমর্থকদের আরও কাছে আনাই লক্ষ্য। এর জন্য বিশেষ উদ্যোগ জার্মান ফুটবল সংস্থা (DFB)-র। এর ফলে ফুটবলের যেমন উন্নতি হবে, সমর্থকদের জন্য আরও দুর্দান্ত অনুভূতি হতে চলেছে। জার্মান ফুটবল সংস্থা গাঁটছড়া বেঁধেছে TCG ডিজিটাল সংস্থার সঙ্গে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্পর্কিত বিভিন্ন তথ্যের দিক থেকে TCG Digital বিশ্বের অন্যতম সেরা সংস্থা। এর ফলে নানা দিক থেকেই বিপ্লব ঘটবে। সমর্থকদের নতুন অভিজ্ঞতা। স্টেকহোল্ডারদের উন্নতি। সবচেয়ে বড় কথা ফুটবলের নতুন দিগন্ত খুলবে।
জার্মান ফুটবল সংস্থার মিডিয়া রাইটস বিভাগের প্রধান কে ডামহোল্জ বলছেন, ‘জার্মান ফুটবল সংস্থার লক্ষ্য এবং দায়িত্বের মধ্যেও পড়ে, ফুটবলে নতুন টেকনোলজি আনা। আধুনিক টেকনোলজির মাধ্য়মে এই খেলাকে আরও উন্নত করা সম্ভব। TCG Digital-এর টেকনোলজি এবং ওদের AI- সম্পর্কিত তথ্য বিশ্বে অতি প্রশংসনীয়। সে কারণেই এই সংস্থার সঙ্গে জুটি বাঁধা হয়েছে। ফুটবলে নতুন নতুন পদ্ধতির ব্য়বহার করে এর উন্নতির দিকটাই নজরে রাখা হবে। আশা করছি, একসঙ্গে মিলে এই কাজটা আমরা করতে পারব।’
TCG Digital-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক দেবদাস সেন বলেন, ‘আমরা বিশ্বাস করি ডেটা ইন্টেলিজেন্স এবং আমাদের AI প্লাটফর্মের মাধ্যমে অনেক কিছুই করা সম্ভব। ফুটবল সেরা মাধ্যম। জার্মান ফুটবল সংস্থার সঙ্গে মিলে শ্রেষ্টত্বের একটা উদাহরণ তৈরি করব।’
জার্মান ফুটবল সংস্থা এবং TCG Digital-এর গাঁটছড়ার বিষয়টি সম্পন্ন হয় ফ্র্যাঙ্কফুর্টে জার্মানি ফুটবলের হেড কোয়ার্টারে। জার্মান ফুটবল সংস্থার কে ডামহোল্জের পাশাপাশি উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ফুটবল সেন্টারের প্রতিষ্ঠাতা কৌশিক মৌলিক, TCG Digital-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক দেবদাস সেন, সংস্থার গ্লোবাল মার্কেটিং হেড কেয়া চট্টোপাধ্যায়। এ ছাড়াও ফুটবল দুনিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যেমন ফ্য়াবিয়ান ভেইট (টিএসজি হফেনহেইমের ইন্টারন্য়াশনাল হেড), জান মেয়ার (টিএসজি হফেনহেইমের ইনোভেশন-র CEO), নাভাস মিরান (কেরল ফুটবল সংস্থার সভাপতি), ডিয়েমার বেইরডোরফের (এফসি ইনলোস্টাটের CEO), জেরাল্ড রিডল (অস্ট্রিয়ার ইন্ডিয়ান ফুটবল সেন্টারের প্রতিষ্ঠাতা) এবং জার্মানির প্রবাসী ভারতীয় বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।