সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের প্রথম আন্তর্জাতিক টি-২০ খেলতে নেমেই বিরাট বিতর্কে জড়ালেন হর্ষিত রানা। শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ‘কনকাশন সাব’ হিসাবে নামানো হয় তরুণ পেসারকে। সেই নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ উগরে দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। সবমিলিয়ে হর্ষিতের ব্যাটিং করতে নামা নিয়ে চলছে জোর জল্পনা।
শুক্রবারের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে হয় ভারতকে। দুরন্ত ইনিংস খেলেন শিবম দুবে। হাফসেঞ্চুরি করে দলকে এগিয়ে নিয়ে যান। কিন্তু শেষ ওভারে এসে তাঁর হেলমেটে আছড়ে পড়ে একটি বাউন্সার। তখনই তারকা ব্যাটারের চোট পরীক্ষা করা হয়। তবে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি মেলে দুবের। কিন্তু শেষ বলে শিবম আউট হওয়ার পরে তাঁর পরিবর্তে ব্যাট করতে নামানো হয় রানাকে। উল্লেখ্য, আইসিসির নিয়ম অনুযায়ী কোনও ব্যাটার মাথায় চোট পেলে তাঁর বদলে কনকাশন সাব নামানো যেতেই পারে। কিন্তু সেই কনকাশন সাবকে চোট পাওয়া ক্রিকেটারের সমতুল্য হতে হবে।
এই নিয়মকে হাতিয়ার করেই ম্যাচের পর ক্ষোভ উগরে দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তিনি বলেন, “হয় শিবম দুবে দারুণ গতিতে বল করছে। নয়তো হর্ষিত ব্যাটিংয়ে উন্নতি করে ফেলেছে। ভারত মোটেই সমতুল্য কনকাশন সাবকে নামায়নি। এটা একেবারে মেনে নেওয়া যায় না। আমরা ব্যাট করতে নেমে জানতে পারি রানাকে কনকাশন সাব হিসাবে নামানো হয়েছে।” ইংল্যান্ডের অধিনায়ক আরও বলেন, তাঁদের সঙ্গে কথা না বলেই ভারত কনকাশন সাব হিসাবে হর্ষিতকে নামিয়েছিল। গোটা ঘটনা নিয়ে ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথের সঙ্গে তিনি কথা বলবেন বলেও জানিয়েছেন।
প্রসঙ্গত, এই প্রথমবার কোনও ক্রিকেটারের অভিষেক পরিবর্ত হিসেবে হল। প্রথম একাদশে না থাকলেও বল হাতে ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করলেন হর্ষিত। লিভিংস্টোন, বেথেল ও ক্রমে ভয়ঙ্কর হয়ে ওঠা জেমি ওভারটনকে ফিরিয়ে দেন তিনি। কিন্তু হর্ষিতের এইভাবে খেলতে নেমে পড়াটা মোটেই ভালোভাবে নিচ্ছে না ইংল্যান্ড শিবির। বাটলারের মতে, হর্ষিতের কারণেই ম্যাচ হারতে হল এমনটা নয়। কিন্তু এভাবে ‘নিয়ম বহির্ভূত’ কনকাশন সাব কেন, সেই নিয়ে জবাবদিহি চান তিনি।