সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় বাজেটে ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ বৃদ্ধি করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মূলত তৃণমূল স্তর থেকে প্রতিভা তুলে আনা ও তাদের বিকাশ এই প্রকল্পের আওতায় চলে। অন্যদিকে ২০৩৬-র অলিম্পিক আয়োজনের কথা বারবার বলছে মোদি সরকার। সেখানে ‘খেলো ইন্ডিয়া’র বরাদ্দ বৃদ্ধি সেই দিকে তাকিয়েই বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
২০২৫-২৬ অর্থবর্ষে ‘খেলো ইন্ডিয়া’র জন্য মোট ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা গত অর্থবর্ষের থেকে ২০০ কোটি টাকা বেশি। সব মিলিয়ে যুব ও ক্রীড়ামন্ত্রকের জন্য ৩৭৯৪.৩০ কোটি টাকার বাজেট ধার্য করা হয়েছে। যা গত অর্থবর্ষের থেকে ৩৫১.৯৮ কোটি টাকা বেশি। যদিও চলতি বছরে অলিম্পিক, কমনওয়েলথ বা এশিয়ান গেমসের মতো কোনও বড় প্রতিযোগিতা নেই।
আর তাতে ওয়াকিবহাল মহল মনে করছে, এই বরাদ্দ বৃদ্ধি ২০৩৬-র অলিম্পিকের দিকে তাকিয়ে। দিন কয়েক আগে জাতীয় গেমসের উদ্বোধনী অনুষ্ঠানেও ফের অলিম্পিক আয়োজন নিয়ে আশার কথা শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যে নীরজ চোপড়া বা মনু ভাকেরের মতো অ্যাথলিট তুলে আনার জন্য প্রতি বছর ধীরে ধীরে বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে।
অবশ্য বিরোধী মতও আছে। গত অর্থ বর্ষে ক্রীড়া বাজেটে মাত্র ৪৫.৩৬ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছিল। সেখানে এবার বাজেটে বরাদ্দ আরও হয়তো বৃদ্ধি করা হবে, এমনটা মনে করা হয়েছিল। আবার জাতীয় ক্রীড়া ফেডারেশনের জন্য ৩৪০ কোটি টাকা থেকে বাজেট বৃদ্ধি করা হয়েছে ৪০০ কোটি টাকায়। অর্থাৎ বরাদ্দ বেড়েছে মাত্র ৬০ কোটি টাকা। তাছাড়া গত দশ বছরের বাজেটে প্রতিবারই বরাদ্দ অর্থ বাড়ানো হয়েছে। ফলে এবারের ঘোষণার মধ্যে নতুনত্ব কিছু নেই বলে মনে করছেন অনেকে।