পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট। ২০২৫-২৬ কেন্দ্রীয় বাজেটে নানা ঘোষণাই হয়েছে। এর মধ্যে ক্রীড়াক্ষেত্রও রয়েছে। সরকারের খেলো ইন্ডিয়া প্রোগ্রাম, তৃণমূল স্তরের অ্যাটলিটদের তুলে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এই প্রোজেক্টকে আরও গুরুত্ব দেওয়া হল কেন্দ্রীয় বাজেটে। ক্রীড়া খাতে সব মিলিয়ে বরাদ্দ বেড়েছে ৩৫১.৯৮ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ খেলো ইন্ডিয়া খাতেই। ক্রীড়াক্ষেত্রে বরাদ্দ যা ছিল এবং নতুন কী হল, বিস্তারিত জেনে নিন।
এ দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বাজেট পেশ করেন। ২০২৫-২৬ অর্থ বর্ষে ক্রীড়াক্ষেত্রের খেলো ইন্ডিয়ায় বরাদ্দ করা হয়েছে মোট ১০০০ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে এই অঙ্কটা ছিল ৮০০ কোটি টাকা। অর্থাৎ সার্বিক ভাবে প্রায় ৩৫২ কোটির মধ্যে শুধুমাত্র খেলো ইন্ডিয়াতেই বরাদ্দ বেড়েছে ২০০ কোটি। সার্বিক ভাবে যুব কল্যাণ বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের জন্য বরাদ্দ হয়েছে ৩৭৯৪.৩০ কোটি। বরাদ্দ বেড়েছে ৩৫১.৯৮ কোটি।
ক্রীড়া খাতে বরাদ্দ বাড়ানোর কারণ অবশ্য সে ভাবে খোলসা করা হয়নি। কারণ, আগামী এক বছর অলিম্পিক কিংবা কমনওয়েলথ বা এশিয়ান গেমসের মতো বড় কোনও ইভেন্ট নেই। মনে করা হচ্ছে, দূরদর্শী ভাবনা থেকেই বরাদ্দ বাড়ানো হয়েছে। ন্যাশনাল স্পোর্টস ফেডারেশনকে যে সহায়তা দেওয়া হয়, সেই অঙ্কও ৩৪০ কোটি থেকে ৪০০ কোটি করা হয়েছে। ভারতের সামনে বড় লক্ষ্য রয়েছে। এর মধ্যে প্রধান অবশ্যই ২০৩৬ সালে অলিম্পিক আয়োজনের লক্ষ্য। ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে।