রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ছিলেন রস টেলর। ২০০৮ থেকে ২০১০ অবধি খেলার পর রাজস্থান তাঁকে নিলামে কেনে।
Image Credit source: TWITTER
ওয়েলিংটন : আইপিএলের (IPL) ফ্র্যাঞ্চাইজি কর্তাকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ নিউজিল্যান্ডের ক্রিকেটার রস টেলরের (Ross Taylor)। তাঁর দাবি, রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) এক কর্তা চড় মেরেছিলেন। আত্মজীবনিতে এমটাই লিখেছেন রস টেলর। ২০১১ আইপিএলের সময় এই ঘটনা, দাবি টেলরের। মোহালিতে কিংস ইলেভেন পঞ্জাবের (পঞ্জাব কিংস) কাছে হারের পর এই ঘটনা। আত্মজীবনিতে প্রাক্তন কিউই ব্যাটার লিখেছেন, ‘সেই ম্যাচে ১৯৫ রান তাড়া করতে হত। আমি রান পাইনি। লেগ বিফোর আউট হই। রান তাড়ায় কাছাকাছিও যেতে পারিনি।’
নিউজিল্যান্ডের একটি প্রথম সারির দৈনিকে বইয়ের সারমর্ম প্রসঙ্গে আরও লেখা হয়েছে, ‘ম্যাচের পর টিম হোটেলের টপ ফ্লোরে বারে ছিলাম আমরা। দলের সকলেই ছিল। সাপোর্ট স্টাফ এবং টিম ম্যানেজমেন্টের লোকও ছিল। শেন ওয়ার্ন, লিজ হার্লিও ছিলেন সে সময়। টিম ম্যানেজমেন্টের একজন আমাকে বলে-রস, তোমাকে আমরা শূন্য রান করার জন্য কোটি কোটি টাকা দিয়ে রাখিনি। এটা বলেই, মুখে তিন চার-বার চড় মেরেছিলেন। সে হাসছিল, পুরোটাই নাটক ছিল নাকি মজা করা হচ্ছিল, সেটা বুঝে উঠতে পারিনি। সেই মুহূর্তে সেটা নিয়ে ভাবিনি। পেশাদার জগতে এমনটা হতে পারে, সেটাই মাথায় আসছিল না।’
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ছিলেন রস টেলর। ২০০৮ থেকে ২০১০ অবধি খেলার পর রাজস্থান তাঁকে নিলামে কেনে। ২০১১ মরসুম রাজস্থান রয়্যালসে খেলেন টেলর। বইতে আরও লিখেছেন, তিনি আরসিবিতেই থাকতে চেয়েছিলেন। রয়্যালসের হয়ে ১২ ম্যাচ খেলেছিলেন টেলর। ১১৯ স্ট্রাইকরেটে করেছিলেন ১৮১ রান। এই ঘটনা নিয়ে অবশ্য রাজস্থান রয়্যালস কোনও বিবৃতি দেয়নি। দেশের হয়ে খেলার সময় দেশে এবং বাইরেও নানা সময় বর্ণবৈষম্যের শিকার হয়েছেন, এমনটাও দাবি করেছেন রস টেলর।