Irfan Pathan: ট্রেলার রিলিজ় কোবরার, ক্রিকেটার থেকে ইন্টারপোল অফিসার!


এ বার রুপোলি পর্দায় দ্যুতি ছড়াতে দেখা যাবে ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানকে (Irfan Pathan)। আর অজয় জ্ঞানমুথু পরিচালিত ‘কোবরা’ নামের তামিল সিনেমায় অভিনয় করেছেন প্রাক্তন ভারতীয় পেসার। ওই সিনেরা মূখ্য চরিত্রে রয়েছেন তামিল সুপারস্টার বিক্রম (Chiyaan Vikram)। এ বার প্রকাশ্যে কোবরার ট্রেলার। ইন্টারপোল অফিসারের চরিত্রে ইরফানের গ্ল্যামারাস লুক চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। ৩১ অগস্ট রিলিজ করবে ইরফানের ডেবিউ সিনেমাটি।


Aug 26, 2022 | 2:01 PM

| Edited By: Sanghamitra Chakraborty

Aug 26, 2022 | 2:01 PM




এ বার রুপোলি পর্দায় দ্যুতি ছড়াতে দেখা যাবে ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানকে (Irfan Pathan)। আর অজয় জ্ঞানমুথু পরিচালিত 'কোবরা' (Cobra) নামের তামিল সিনেমায় (Tamil Film) অভিনয় করেছেন প্রাক্তন ভারতীয় পেসার। ওই সিনেরা মূখ্য চরিত্রে রয়েছেন তামিল সুপারস্টার বিক্রম (Chiyaan Vikram)। এ বার প্রকাশ্যে কোবরার ট্রেলার। (ছবি-সোনি মিউজিক সাউথ ইউটিউব)

এ বার রুপোলি পর্দায় দ্যুতি ছড়াতে দেখা যাবে ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানকে (Irfan Pathan)। আর অজয় জ্ঞানমুথু পরিচালিত ‘কোবরা’ (Cobra) নামের তামিল সিনেমায় (Tamil Film) অভিনয় করেছেন প্রাক্তন ভারতীয় পেসার। ওই সিনেরা মূখ্য চরিত্রে রয়েছেন তামিল সুপারস্টার বিক্রম (Chiyaan Vikram)। এ বার প্রকাশ্যে কোবরার ট্রেলার। (ছবি-সোনি মিউজিক সাউথ ইউটিউব)

সিনেমার জগতে হাতেখড়ি হল ভারতের প্রাক্তন তারকা ইরফান পাঠানের। কোবরা সিনেমায় ইন্টারপোল অফিসারের চরিত্রে ইরফানের গ্ল্যামারাস লুক চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। ৩১ অগস্ট রিলিজ করবে ইরফানের ডেবিউ সিনেমাটি। (ছবি-সোনি মিউজিক সাউথ ইউটিউব)

সিনেমার জগতে হাতেখড়ি হল ভারতের প্রাক্তন তারকা ইরফান পাঠানের। কোবরা সিনেমায় ইন্টারপোল অফিসারের চরিত্রে ইরফানের গ্ল্যামারাস লুক চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। ৩১ অগস্ট রিলিজ করবে ইরফানের ডেবিউ সিনেমাটি। (ছবি-সোনি মিউজিক সাউথ ইউটিউব)

ইরফান পাঠান নিজের সোশ্যাল মিডিয়ায় কোবরা সিনেমার ট্রেলার শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, "সমস্ত সমস্যার একখানা গাণিতিক সমাধান রয়েছে। প্রকাশ্যে কোবরার ট্রেলার।" (ছবি-ইরফান পাঠান টুইটার)

ইরফান পাঠান নিজের সোশ্যাল মিডিয়ায় কোবরা সিনেমার ট্রেলার শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, “সমস্ত সমস্যার একখানা গাণিতিক সমাধান রয়েছে। প্রকাশ্যে কোবরার ট্রেলার।” (ছবি-ইরফান পাঠান টুইটার)

সিনেমা মুক্তি পাওয়ার আগেই, নেটদুনিয়ায় রীতিমতো প্রশংসা কুড়োচ্ছেন ইরফান পাঠান। এ বার দেখার তিনি অভিনয়টা কেমন করেছেন। কোবরা সিনেমায় মুখ্য চরিত্রে যেহেতু তামিল সুপারস্টার বিক্রম রয়েছেন, ফলে তাঁর থেকে ইরফান যে অভিনয়ের টিপস নিয়েছেন, তা নিঃসন্দেহে বলাই যায়। (ছবি-সোনি মিউজিক সাউথ ইউটিউব)

সিনেমা মুক্তি পাওয়ার আগেই, নেটদুনিয়ায় রীতিমতো প্রশংসা কুড়োচ্ছেন ইরফান পাঠান। এ বার দেখার তিনি অভিনয়টা কেমন করেছেন। কোবরা সিনেমায় মুখ্য চরিত্রে যেহেতু তামিল সুপারস্টার বিক্রম রয়েছেন, ফলে তাঁর থেকে ইরফান যে অভিনয়ের টিপস নিয়েছেন, তা নিঃসন্দেহে বলাই যায়। (ছবি-সোনি মিউজিক সাউথ ইউটিউব)

 কোবরায় মুখ্য চরিত্র বিক্রমকে গণিত বিশেষজ্ঞ হিসেবে দেখানো হয়েছে। তিনি দুস্থ শিশুদের গণিত শেখান। অন্যদিকে তিনি আবার একজন আন্তর্জাতিক মোস্ট ওয়ান্টেড ব্যক্তির ভূমিকাতেও রয়েছেন। যিনি পুলিশদের বিভ্রান্ত করার জন্য বার বার বেশভূষা বদল করেছেন। তাঁকে ধরার চেষ্টা করতে দেখা যায় ইন্টারপোল অফিসারের ভূমিকায় থাকা ইরফানকে। (ছবি-টুইটার)

কোবরায় মুখ্য চরিত্র বিক্রমকে গণিত বিশেষজ্ঞ হিসেবে দেখানো হয়েছে। তিনি দুস্থ শিশুদের গণিত শেখান। অন্যদিকে তিনি আবার একজন আন্তর্জাতিক মোস্ট ওয়ান্টেড ব্যক্তির ভূমিকাতেও রয়েছেন। যিনি পুলিশদের বিভ্রান্ত করার জন্য বার বার বেশভূষা বদল করেছেন। তাঁকে ধরার চেষ্টা করতে দেখা যায় ইন্টারপোল অফিসারের ভূমিকায় থাকা ইরফানকে। (ছবি-টুইটার)






Most Read Stories


Leave a Reply