দল ঘোষিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই কার্তিকের সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠে কয়েকটা শব্দ। “স্বপ্ন সত্যি হয়।”
Image Credit source: Twitter
মুম্বই: স্বপ্ন সত্যি হওয়াই বটে। টি-২০ ক্রিকেট মানেই ধুমধাড়াক্কা চার-ছক্কা, দ্রুত রান তোলার তাড়া। যে কারণে এই ফরম্যাটে তরুণ প্রজন্মের আধিক্য বেশি। তা সত্ত্বেও নিজের উপর বিশ্বাস রেখে ৩৭ বছর বয়সে ফের একবার টি-২০ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেছিলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটার ২০০৭ সালের উদ্বোধনী সংস্করণে মহেন্দ্র সিং ধোনির দলের অংশ ছিলেন। পরেও কয়েকটি সংস্করণে খেলেছেন। ১৫ বছর পর ফের ট্রফি পুনঃরুদ্ধার করতে ফের মাঠে নামবেন কার্তিক। আজ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা পুরুষদের আইসিসি টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। ১৫ সদস্যের মূল দলে জায়গা করে নিয়েছেন কার্তিক। বলা বাহুল্য কার্তিকের ম্যাচ ফিনিশের ক্ষমতা তাঁকে অন্যদের থেকে এগিয়ে রেখেছে। দল ঘোষিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই কার্তিকের সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠে কয়েকটা শব্দ। “স্বপ্ন সত্যি হয়।”
চলতি বছরের আইপিএলের কথা। বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে ‘বুড়ো’ দীনেশ কার্তিকের পারফরম্যান্স ছিল চমকে দেওয়ার মতো। বুঝিয়ে দিয়েছিলেন, স্টুডিওতে বসে ধারাভাষ্য দিলেও জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন আজও বয়ে নিয়ে চলেন। বিরাট কোহলিকে দেওয়া সাক্ষাৎকারে অকপটে বলে দিয়েছিলেন, টি-২০ বিশ্বকাপে খেলার স্বপ্ন আজও দেখেন। আরও একবার আইসিসি টুর্নামেন্ট জিততে চান। কিংবদন্তি সুনীল গাভাসকর কার্তিককে পূর্ণ সমর্থন জুগিয়েছিলেন। বয়স না দেখে শুধুমাত্র পারফরম্যান্সের উপর ভিত্তি করে দীনেশ কার্তিককে টি-২০ বিশ্বকাপ টিমে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান সানি। আইপিএলের পর পিছন ফিরে তাকাতে হয়নি কার্তিককে। অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মেন ইন ব্লু-র অন্দরে গুটি গুটি পায়ে প্রবেশ করেছেন। এশিয়া কাপ খেলেছেন। এবার অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ খেলবেন রোহিত শর্মার নেতৃত্বে। ২০০৭ টি-২০ বিশ্বকাপ টিমের সদস্য ছিলেন রোহিত ও কার্তিক দু’জনই। ট্রফি পুনঃরুদ্ধারে ফের কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটবেন দুই সারথি।
Dreams do come true ?
— DK (@DineshKarthik) September 12, 2022
২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ফরম্যাটে ভারতীয় দলে প্রবেশ দীনেশ কার্তিকের। ৩৭ বছরের উইকেটকিপার ব্যাটার বহু চড়াই উতরাইয়ের সাক্ষী। অভিজ্ঞতা তাঁর পুঁজি। ২৬টি টেস্ট, ৯৪টি ওয়ান ডে ও ৫০টি টি-২০ ম্যাচ খেলে ফেলেছেন। ২০২২ আইপিএলে আরসিবির জার্সি গায়ে চড়িয়ে চমকে দেন। বেশ কয়েকটি ম্যাচ ফিনিশ করেছেন। ১৬টি ম্যাচে ৫৫.০০ গড়ে ৩৩০ রান। স্ট্রাইক রেট ১৮৩.৩৩। আইপিএলের পারফরম্যান্সের জেরে ২০১৯ বিশ্বকাপের পর প্রথমবার জাতীয় দলে পা রাখেন কার্তিক। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
ভারতের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং।
স্ট্যান্ড বাই: মহম্মদ সামি, শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই, দীপক চাহার।