9 Viral Pictures: খেলার দুনিয়ার একুশের নয় ভাইরাল ছবি


1/9

অক্ষর প্যাটেল-রবীন্দ্র জাডেজা নামমিলান্তি – চলতি বছরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করার পর, টিম ইন্ডিয়া ১-০ ব্যবধানে টেস্ট সিরিজও জিতেছে। সিরিজের শেষ দিন দুই দলের চার ক্রিকেটারের এক বিচিত্র ছবি পোস্ট করেছিল বিসিসিআই। যেখানে দেখা গিয়েছিল, অক্ষর প্যাটেল, আজাজ প্যাটেল, রচিন রবীন্দ্র ও রবীন্দ্র জাডেজা পরপর পিছন ঘুরে দাঁড়িয়েছেন। তাঁদের জার্সিতে যথাক্রমে লেখা ছিল, অক্ষর, প্যাটেল, রবীন্দ্র এবং জাডেজা। ফলে চার ক্রিকেটারের জার্সিতে থাকা নাম একসঙ্গে জুড়ে দিলে দাঁড়াচ্ছে অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাডেজা। বেশ মজার নামমিলান্তি। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল এই ছবিটি।

2/9

রোহিতের কাছে বিশ্বকাপের টিকিট চেয়েছিলেন এক ভক্ত - ২২ গজে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে উত্তেজনা থাকে বরাবরই। এ বারের টি-২০ বিশ্বকাপের আগেও ঠিক তেমন পরিস্থিতিই ছিল। বিশ্বকাপ শুরু হওয়ার আগে মরুশহরে আইপিএল-১৪-র শেষ পর্ব চলছিল। সেই সময় মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ম্যাচ চলাকালীন মুম্বই অধিনায়ক ও তখনকার ভারতের টি-২০ ক্রিকেটে সহ-অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) কাছে বিশ্বকাপের টিকিট চেয়ে বসেন এক ভক্ত। যা ধরা পড়েছিল টেলিভিশন ক্যামেরায়। ভারতের এক সমর্থক রোহিতের কাছে আবদার করে এক পোস্টারে লিখে ধরেন, “রোহিত, ভারত বনাম পাকিস্তান ম্যাচের ২টো টিকিট চাই। প্লিজ…” ওই পোস্টারের ছবি হু হু করে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

রোহিতের কাছে বিশ্বকাপের টিকিট চেয়েছিলেন এক ভক্ত – ২২ গজে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে উত্তেজনা থাকে বরাবরই। এ বারের টি-২০ বিশ্বকাপের আগেও ঠিক তেমন পরিস্থিতিই ছিল। বিশ্বকাপ শুরু হওয়ার আগে মরুশহরে আইপিএল-১৪-র শেষ পর্ব চলছিল। সেই সময় মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ম্যাচ চলাকালীন মুম্বই অধিনায়ক ও তখনকার ভারতের টি-২০ ক্রিকেটে সহ-অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) কাছে বিশ্বকাপের টিকিট চেয়ে বসেন এক ভক্ত। যা ধরা পড়েছিল টেলিভিশন ক্যামেরায়। ভারতের এক সমর্থক রোহিতের কাছে আবদার করে এক পোস্টারে লিখে ধরেন, “রোহিত, ভারত বনাম পাকিস্তান ম্যাচের ২টো টিকিট চাই। প্লিজ…” ওই পোস্টারের ছবি হু হু করে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

5/9

ফরাসি ওপেনের ফাইনালে এক খুদে ভক্তকে নোভাকের ব়্যাকেট উপহার - ফরাসি ওপেনের (French Open) ফাইনালে রোলাঁ গারোর (Roland-Garros) স্টেডিয়ামে দর্শকরা এক দুর্দান্ত ম্যাচ দেখার পাশাপাশি, সাক্ষী হয়েছে এক অসাধারণ দৃশ্যের। স্তেফানোস সিসিপাসকে (Stefanos Tsitsipas) হারানোর পরই নিজের র‍্যাকেট উপহার হিসেবে এক খুদের হাতে তুলে দিয়েছেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। সেই ছবি নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল। ম্যাচের শেষে জোকার জানিয়েছিলেন, পুরো ম্যাচ চলাকালীন ওই খুদে তাঁকে সমর্থন করেছিল। তাঁকে নানা উপদেশও দিচ্ছিল। নোভাকের জন্য সারা ম্যাচ জুড়ে গলা ফাটানোর পুরস্কারস্বরূপ, খুদের প্রাপ্তি প্রিয় তারকার জয় ও তাঁর ব্যবহার করা ব়্যাকেট উপহার পাওয়া।

ফরাসি ওপেনের ফাইনালে এক খুদে ভক্তকে নোভাকের ব়্যাকেট উপহার – ফরাসি ওপেনের (French Open) ফাইনালে রোলাঁ গারোর (Roland-Garros) স্টেডিয়ামে দর্শকরা এক দুর্দান্ত ম্যাচ দেখার পাশাপাশি, সাক্ষী হয়েছে এক অসাধারণ দৃশ্যের। স্তেফানোস সিসিপাসকে (Stefanos Tsitsipas) হারানোর পরই নিজের র‍্যাকেট উপহার হিসেবে এক খুদের হাতে তুলে দিয়েছেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। সেই ছবি নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল। ম্যাচের শেষে জোকার জানিয়েছিলেন, পুরো ম্যাচ চলাকালীন ওই খুদে তাঁকে সমর্থন করেছিল। তাঁকে নানা উপদেশও দিচ্ছিল। নোভাকের জন্য সারা ম্যাচ জুড়ে গলা ফাটানোর পুরস্কারস্বরূপ, খুদের প্রাপ্তি প্রিয় তারকার জয় ও তাঁর ব্যবহার করা ব়্যাকেট উপহার পাওয়া।

Leave a Reply