হঠাত্ করেই আবার খবরে লাল-হলুদের প্রাক্তন কোচ। Pics Courtesy: Twitter
কলকাতা: টিমকে সাফল্যে দিতে না পারা মানোলো দিয়াজ (Manolo Diaz) কবে পদত্যাগ করবেন? এই প্রশ্নের উত্তর খুঁজছেন লাল-হলুদ সমর্থকরা। তার আগে থেকেই শুরু হয়েছে বিতর্ক। ইস্টবেঙ্গলের (SC East Bengal) প্রাক্তন স্প্যানিশ কোচ আলেহান্দ্রো মেনেন্দেসই (Alejandro Menendez Garcia) নাকি প্রস্তাব করেছিলেন দিয়াজের নাম। তা মেটাতে খোদ আসরে নেমে পড়লেন আলেহান্দ্রো। সমর্থকদের উদ্দেশে টুইট করে জানিয়ে দিলেন, দিয়াজের ইস্টবেঙ্গলের কোচ হওয়ার পিছনে তাঁর কোনও ‘হাত’ নেই।
আলেহান্দ্রো টুইটারে লিখেছেন, ‘কোচের (coach) চাকরি ছাড়ার পর থেকে আমার সঙ্গে আর ইস্টবেঙ্গলের কারও কোনও যোগাযোগ নেই। আমি কোচ হিসেবে মানোলো দিয়াজের নাম প্রস্তাব করিনি। এমনকি ওর সঙ্গে কথাও বলিনি। শুধু তাই নয়, অন্য কোনও কোচের নামও প্রস্তাব করিনি। আমি শুধু ইস্টবেঙ্গল সাপোর্টারদের সঙ্গে কথা বলি। ওরা প্রতিদিন আমাকে কিছু না কিছু পাঠায়। কিন্তু প্রচারমাধ্যমের একাংশ জোর করে আমার নাম এর মধ্যে আনার চেষ্টা করছে। যা একেবারে মেনে নিতে পারছি না।’
For all East Bengal fans ?? pic.twitter.com/JPKJiK1m99
— Alejandro Menéndez (@Alemengar) December 24, 2021
আইএসএল (ISL) খেলার আগে আই লিগে দু’বছর ইস্টবেঙ্গলের কোচ ছিলেন আলেহান্দ্রো। তাঁর সময় ইস্টবেঙ্গল আইএসএলে রানার্সও হয়েছিল। পরের মরসুমে আবার মাঝপথে ইস্টবেঙ্গল ছেড়ে চলে যান। কোচ হিসেবে তিনি অবশ্য ছাপ রেখে যাওয়ার চেষ্টা করেছেন।
আইএসএলে এ বার দিয়াজের কোচিংয়ে ইস্টবেঙ্গলের হাল অত্যন্ত খারাপ। একটাও ম্যাচ এখনও পর্যন্ত জিততে পারেনি তারা। শুধু তাই নয়, বিদেশি চূড়ান্ত ফ্লপ। দিয়াজ এবং তাঁর সাপোর্ট স্টাফরাও কার্যত আত্মবিশ্বাস দিতে পারছেন না। মাঠে তাই এখনও জেগে উঠতে দেখা যায়নি লাল-হলুদ ফুটবলারদের। শোনা যাচ্ছিল, চাপের কারণে যে কোনও চাকরি ছাড়তে পারেন তিনি। তা অবশ্য এখনও হয়নি। কর্তারা কি দিয়াজকে সরাবেন? সেই ইঙ্গিতও মিলছে না। এই পরিস্থিতিতে আলেহান্দ্রো কিন্তু বলছেন, ‘ইস্টবেঙ্গল এবং তাদের কোচ মানোলোর জন্য শুভেচ্ছা রইল।’
আরও পড়ুন : Sanath Seth: ৯১ বছরে প্রয়াত দুই প্রধানের গোলকিপার সনত্ শেঠ