সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের (Qatar World Cup) কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে পরাস্ত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল (Portugal)। বিদায়ের পর পর্তুগালের কোচ ফের্নান্দো স্যান্টোসকে আর কোচের পদে রাখা হবে কিনা, তা নিয়ে চলছে জোর জল্পনা। বর্ষীয়ান কোচ এমনিতেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কোয়ার্টার ফাইনালে শুরু থেকে না খেলানো নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন।
এখনও পর্যন্ত স্যান্টোসকে (Fernando Santos) নিয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি পর্তুগালের ফুটবল ফেডারেশন। তবে শোনা যাচ্ছে, স্যান্টোসের বহিষ্কার শুধুই সময়ের অপেক্ষা। আর তাঁর জায়গায় নিয়ে আসা হতে পারে হোসে মোরিনহোকে। ইতিমধ্যেই নাকি পর্তুগিজ এফএ-র তরফ থেকে মোরিনহোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁকে লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর। পর্তুগালের প্রাক্তন ফুটবলার ম্যানিচেও জানিয়েছেন, স্যান্টোসের পরিবর্তে মোরিনহোকে যদি পর্তুগালের কোচ করা হয়, তা হলে দারুণ হবে। পর্তুগালের কোচের দায়িত্বে মোরিনহোই উপযুক্ত ব্যক্তি। তিনি জানিয়েছেন, ‘‘মোরিনহো খুবই অভিজ্ঞ। সবথেকে বড় কথা পর্তুগালের ফুটবলকে দারুণ চেনেন। বুদ্ধিমান কোচ। তরুণ ফুটবলারদের সঙ্গে কীভাবে মিশে যেতে হয়, তিনি জানেন।’’
তিনি আরও জানিয়েছেন যে, পর্তুগালের জাতীয় দলের পরিবেশ এই মুহূর্তে খুব একটা ভাল জায়গায় নেই। বিশ্বকাপেই তার প্রমাণ পাওয়া গিয়েছে। প্রকাশ্যে স্যান্টোস সমালোচনা করেছেন পর্তুগালের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে। তাঁর বক্তব্য, ‘‘ফেডারেশন সভাপতির কাছে কাজটা মোটেই সহজ হবে না। রোনাল্ডো এবং স্যান্টোসের সঙ্গে কথা বলেই সিদ্ধান্তটা তাঁকে নিতে হবে। তবে এটা ঘটনা, স্যান্টোস এবং রোনাল্ডোর মধ্যে যে একটা সমস্যা তৈরি হয়েছে, তা আমরা এড়াতে পারব না।’’
[আরও পড়ুন: মারাদোনার কক্ষপথের আরও কাছে লিওনেল মেসি, আর্জেন্টিনায় নতুন ভোরের কাউন্টডাউন শুরু]
শুধু পর্তুগাল নয়, কোয়ার্টার ফাইনালে হারের পরে চাকরি হারানোর মুখে ইংল্যান্ডের (England) কোচ গ্যারেথ সাউথগেটও। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ইংল্যান্ড। অথচ প্রচুর প্রত্যাশা নিয়ে কাতারে এসেছিল তারা। স্বপ্ন দেখেছিল চ্যাম্পিয়ন হওয়ার। যা অধরাই থেকে গিয়েছে। বিশ্বকাপ অভিযান শেষের পর কোচের পদে গ্যারেথ সাউথগেটের (Gareth Southgate) থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিজেই জানিয়েছেন, ইংল্যান্ডের কোচের দায়িত্ব পালন অব্যাহত রাখবেন কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় তাঁর দরকার।
যদিও ইংল্যান্ডের ফুটবলাররা সাউথগেটকেই কোচ হিসাবে চান। অন্তত ২০২৪ সালের ইউরো কাপ পর্যন্ত তিনি যেন দলের দায়িত্বে থাকেন। তবে সাউথগেট যদি দায়িত্ব ছাড়তে চান তা হলে তাঁর জায়গায় ইংল্যান্ড কোচের দায়িত্ব কে নেবেন, এই নিয়ে তৈরি হয়েছে জল্পনা। অনেকেই মনে করেছেন, ইংল্যান্ডের কোচের দায়িত্ব নিতে পারেন পেপ গুয়ার্দিওলা। যদিও ইংল্যান্ডের প্রাক্তন কোচ গোরান এরিকসনের ধারণা, পেপ ইংল্যান্ডের কোচের দায়িত্ব নেবেন না। তাঁর বক্তব্য, “এই মূহূর্তে ও ম্যাঞ্চেস্টার সিটির দায়িত্ব ছাড়বে না। সদ্য সিটির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে ও। ফলে মনে হয় না ও ইংল্যান্ডের দায়িত্ব নেবে।” এরিকসনের মতে মরিসিও পোচেত্তিনো, টমাস টুখেল হতে পারেন যোগ্য ব্যক্তি।
[আরও পড়ুন: লাইমলাইটের খিদে নয়, ট্র্যাজিক নায়ক হয়েও বিশ্বের মন জিতলেন ‘ফ্যামিলি ম্যান’ মদ্রিচ]
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ