প্রাথমিক ধাক্কা কাটিয়ে ভারতীয় ইনিংসের হাল ধরেন চেতেশ্বর পূজারা, শ্রেয়াস আইয়াররা। চট্টগ্রামে ৬ উইকেট হারিয়ে দিনের শেষে স্কোরবোর্ডে ২৭৮ রান তুলেছে ভারত।
Image Credit source: Twitter
চট্টগ্রাম: তাজিজুল ইসলাম, মেহদি হাসান মিরাজদের স্পিনে কেঁপে গিয়েছিল বিশ্বের দ্বিতীয় সেরা টেস্ট টিম ভারত (Team India)। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথমদিনের শেষে অবশ্য স্পিনের রক্তচক্ষু সামলে ঘুরে দাঁড়াল ভারত। চট্টগ্রামে ভারত-বাংলাদেশ (India vs bangladesh) ২ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়েছে আজ থেকে। দুই ওপেনার লোকেশ রাহুল ও শুভমন গিলের দ্রুত প্যাভিলিয়নে ফেরা। ভারতীয় ইনিংসের হাল ধরেন চেতেশ্বর পূজারা, শ্রেয়াস আইয়াররা। তাঁদের দৌলতে ৬ উইকেট হারিয়ে দিনের শেষে স্কোরবোর্ডে ২৭৮ রান তুলেছে ভারতীয় দল। শতরানের দোরগোড়া থেকে ফিরলেও ভারতীয় দলকে টেনে তুলেছেন পূজারা (Cheteshwar Pujara)। কাউন্টিতে দারুণ ফর্মে দেখা গিয়েছিল পূজারাকে। সেই ধারাবাহিকতা বজায় রইল জাতীয় দলেও। ৮২ রানে অপরাজিত শ্রেয়াস আইয়ার। চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম দিনের রিপোর্ট TV9 Bangla-র এই প্রতিবেদনে।
চোটের জন্য প্রথম টেস্টে নেই অধিনায়ক রোহিত শর্মা। স্ট্যান্ড-ইন অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন শুভমন গিল। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ওপেনিং জুটি ফ্লপ। ৪০ বলে ২০ রান গিলের। ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুলের অবদান ৫৪ বল ২২ রান। চট্টগ্রামের জাহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পূজারার ক্লাসিক ইনিংস শুরু এরপর থেকে। প্রাথমিক ধাক্কা কাটিয়ে দলকে টেনে তোলার কাজ শুরু করেন। তবে পাশে পাননি প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে। পছন্দের টেস্ট ফরম্যাটের প্রথম দিনে চূড়ান্ত ফ্লপ ভিকে (১)। ভারত যখন তৃতীয় উইকেট হারায় তখনও স্কোরবোর্ডে ৫০ রান যোগ হয়নি। ঋষভ পন্থ (৪৬) ও ষষ্ঠ উইকেটে শ্রেয়াস আইয়ারের সঙ্গে জুটি বাঁধেন পূজারা। শতরানের দিকে এগোচ্ছিলেন। তবে শুভমন গিল ও বিরাট কোহলিকে প্যাভিলিয়নে পাঠানো স্পিনার তাজিজুল ইসলাম সেই পরিকল্পনা ভেস্তে দেন। ৮৪.২ ওভারে ৯০ রানে ব্যাট করা পূজারাকে বোল্ড করেন তাজিজুল। দিনের শেষ উইকেটটি নিয়েছেন মেহদি হাসান মিরাজ। অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে (১৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ।
৮২ রানে অপরাজিত শ্রেয়াস আইয়ার। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই সেঞ্চুরি তুলে নিতে চাইবেন আইয়ার। দারুণভাবে ঘুরে দাঁড়ানো ভারতীয় দলের লক্ষ্য থাকবে উইকেট ধরে রেখে প্রথম ইনিংসে বড়সড় রান খাড়া করার। রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটিং ক্ষমতা বারবার চমকে দিয়েছে। শ্রেয়াসের সঙ্গে জুটি বেঁধে চট্টগ্রামে প্রথম ইনিংসে কত রান তুলতে পারে ভারত, সেটাই দেখার।