দিনের অন্য়তম সেরা পারফরম্যান্স প্রভসিমরন সিংয়ের। তাঁর ডাবল সেঞ্চুরির সৌজন্যে ৫৮৬-৪ এর বিশাল স্কোর গড়েছে পঞ্জাব।
Image Credit source: Twitter
নয়া দিল্লি: মঙ্গলবার শুরু হয়ে গিয়েছে ২০২২-২৩ মরসুমের রঞ্জি ট্রফি (Ranji Trophy)। হোম অ্যাওয়ে ফরম্যাটে ফেরা রঞ্জি ট্রফির প্রথম দিনই দেখা গিয়েছিল বোলারদের দাপট। প্রথম দিনই লেগস্পিনার করণ শর্মা ৮ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় দিনও কার্যত বোলারদেরই দাপট। এর মধ্যে রেকর্ড বুকে নাম লেখালেন এক কিশোর। প্রথম দিন অভিজ্ঞ করণ নিয়েছিলেন ৮ উইকেট। তাঁকে ছাপিয়ে গেলেন মণিপুরের ১৬ বছরের ফেরোইজাম সিং (Pheiroijam Singh)। রঞ্জিতে অভিষেক ম্যাচ তাঁর। রঞ্জি অভিষেকেই বাজিমাত। ফেরোইজামের পাশাপাশি দ্বিতীয় দিনের বেশ কিছু তথ্য তুলে ধরল TV9 Bangla।
রঞ্জির দ্বিতীয় দিনে সিকিমের বিরুদ্ধের ম্যাচেই রঞ্জিতে অভিষেক হয় বছর ১৬’র ফেরোইজামের। শুরুতেই রেকর্ড। একই ইনিংসে ৯ উইকেট নিয়ে নজির গড়লেন। ২২০ রানে প্রতিপক্ষ সিকিমকে অল আউট করে দেয় মণিপুর। রেক্স রাজকুমার শেষ উইকেটটি না নিলে আরও বড় রেকর্ড গড়ার সুযোগ থাকত ফেরোইজামের কাছে। ১৯৫৬-৫৭ মরসুমে অভিষেক ম্যাচে ৩৫ রানে ৯ উইকেট নিয়ে রেকর্ড করেছিলেন বসন্ত রঞ্জনে। তারপর ১৯৭১-৭২’এ ৪৫ রানে ৯ উইকেট নিয়েছিলেন অমরজিৎ সিংহ। শেষ বার ২০১৯-২০ মরসুমে ৫২ রানে ৯ উইকেটের রেকর্ড রয়েছে সঞ্জয় যাদবের। এ বার তাঁদের রেকর্ড তালিকায় যুক্ত হল ফেরোইজামের নাম। অভিষেকেই এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন মণিপুরের ডান হাতি পেসার।
অসম বনাম সৌরাষ্ট্র ম্যাচে বড় রানের ইনিংস সৌরাষ্ট্রের জয় গোহিলের। ১৭৭ রানের অনবদ্য ইনিংস খেলেন জয়। গুজরাটের বিরুদ্ধে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে ত্রিপুরা। প্রিয়াঙ্ক পাঞ্চালের শতরানে প্রথম দিন অ্যাডভান্টেজ ছিল গুজরাটের। দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেটে ২৪৪ রান তুলে নিয়েছে ঋদ্ধিমান সাহার নেতৃত্বাধীন ত্রিপুরা। অর্ধশতরান করেন সুদীপ চট্টোপাধ্য়ায়। কেরল-ঝাড়খন্ড ম্যাচে অনবদ্য ইনিংস অক্ষয় চন্দ্রণের। ১৫০ রান করেন তিনি। দিনের সেরা পারফরম্যান্স প্রভসিমরন সিংয়ের। তাঁর ডাবল সেঞ্চুরির সৌজন্যে ৫৮৬-৪ এর বিশাল স্কোর গড়েছে পঞ্জাব।