Published by: Biswadip Dey | Posted: January 4, 2023 10:40 am| Updated: January 4, 2023 10:40 am
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা অ্যাথলেটিক্স কোচকে যৌন হেনস্তার অভিযোগে উত্তাল হরিয়ানা (Haryana)। কাঠগড়ায় হরিয়ানার ক্রীড়ামন্ত্রী তথা ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক সন্দীপ সিং (Sandeep Singh)। পরিস্থিতির চাপে ইস্তফা দিয়েছেন তিনি। তবু বিতর্কের আঁচ কমার নাম নেই। এবার অভিযোগ উঠছে, ওই মহিলাকে মুখ বন্ধ রাখার জন্য মাসে ১ কোটি টাকারও প্রস্তাব দিয়েছিলেন সন্দীপ। প্রস্তাব ছিল, দেশ ছেড়ে অন্য যে কোনও দেশে যাওয়ারও।
সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় ওই কোচ দাবি করেন, ”আমি ফোনে প্রস্তাব পেয়েছি, দেশ ছেড়ে নিজের পছন্দমতো অন্য দেশে চলে যাওয়ার। এবং সেখানে আমাকে মাসিক ১ কোটি টাকাও দেওয়া হবে। অভিযোগ তুলে নেওয়ার আরজি জানানো না হলেও বলা হয়েছিল মুখ বন্ধ রাখতে। এবং অন্য দেশে উড়ে যেতে।” স্বাভাবিক ভাবেই তাঁর এমন অভিযোগ বিতর্কে অন্য মাত্রা যোগ করছে।
[আরও পড়ুন: ধ্বংসের মুখে যোশিমঠ? পাঁচশোর বেশি বাড়িতে ফাটল ধরলেও নীরব সরকার! ক্ষুব্ধ এলাকাবাসী]
নির্যাতিতা ওই মহিলা হরিয়ানার জুনিয়র অ্যাথলেটিক্স দলের প্রশিক্ষক হিসাবে কাজ করছেন। সম্প্রতি তিনি স্থানীয় রাজনৈতিক দল আইএনএলডির (INLD) দপ্তরে বসে অভিযোগ করেন, সন্দীপ নানা অছিলায় তাঁকে বাড়িতে ডেকে যৌন হেনস্তা করেছেন। যা নিয়ে সেরাজ্যের রাজনীতি উত্তাল হয়ে। তারপরই শনিবার পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। ওই মহিলা বলেন,”আশা করি চণ্ডীগড় পুলিশ আমার অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দেখবে।” নিজের জন্য ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীও চেয়েছেন তিনি।
নির্যাতিতা মহিলা নিজের অভিযোগ নিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের (ML Khattar) সঙ্গেও দেখা করতে চেয়েছেন।. হরিয়ানা পুলিশ জানিয়েছে, সন্দীপের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। সন্দীপ যদিও নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছেন। তাঁর সাফ দাবি, তাঁর চরিত্রহনন করার চেষ্টা করা হচ্ছে। বিরোধীরা তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে বলেও দাবি অধুনা ওই বিজেপি (BJP) বিধায়কের।
[আরও পড়ুন: ইউক্রেনের মিসাইল হানায় মৃত অন্তত ৮৯ রুশ সেনা, বিপর্যয়ের নেপথ্যে মোবাইল ফোন]
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ