Al Nassr: সিআর সেভেনের সঙ্গে জুড়ে থাকা স্পনসরদের ঢল, বিশ্বের অন্যান্য নামী সংস্থাগুলো রোনাল্ডোর সঙ্গে সঙ্গে তাঁর ক্লাবেই আস্তানা গেড়েছে। রোনাল্ডো যখনই রিয়াল, ম্যাঞ্চেস্টার কিংবা জুভেন্টাস ছেড়েছেন, আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থও হয়েছে সেই ক্লাব। এই রোনাল্ডোর হাত ধরেই আল নাসের শুধু সোশ্যাল মিডিয়ায় প্রবল ভাবে উঠে আসা ক্লাব হয়েই যে থাকবে না, তা ওয়াকিবহাল মহল ভালোই বুঝতে পারছে।
Image Credit source: twitter
রিয়াধ: এখনও বল পায়ে ম্যাচে নামেননি। প্রস্তুতি শুরু করেছেন মাত্র। তাতেই ইতিহাস তৈরি করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে ‘মধুচন্দ্রিমা’ শেষের পর রোনাল্ডোর ক্লাব ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় ছিলেন ভক্তরা। যদিও ইউরোপের ক্লাবে ঠাঁই হয়নি সিআর সেভেনের। সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশাল দর দিয়ে পর্তুগিজ সুপারস্টারকে নিয়ে যায় সৌদি। বৃহস্পতিবার ক্লাবের ম্যাচ থাকলেও, অত্যধিক বৃষ্টির কারণে আল নাসেরের ম্যাচই ভেস্তে যায়। দু-ম্যাচ নির্বাসন থাকায়, রোনাল্ডো খেলতে না পারলেও তাঁকে দেখার জন্য গ্য়ালারি কানায় কানায় পূর্ণ থাকত। রোনাল্ডোকে দেখার জন্য অপেক্ষা বাড়ে সমর্থকদের। তবে সৌদি আরবের ক্লাব আল নাসের এক লাফে জনপ্রিয়তার অনেকটা শিখরে পৌঁছে গেল। সৌজন্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কী ভাবে! বিস্তারিত TV9Bangla-য়।
ডিসেম্বরের ২৯ তারিখ পর্যন্ত আল নাসেরের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ছিল ৮ লক্ষ ২২ হাজার। ৬ জানুয়ারির মধ্যে সেই ফলোয়ারের সংখ্যা ছাপিয়ে গেল ১০ মিলিয়ন অর্থাৎ ১ কোটি। এক সপ্তাহের মধ্যেই লক্ষ লক্ষ নতুন ফলোয়ার পেল সৌদির ক্লাব আল নাসের।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ৫২৯ মিলিয়ন। তাঁর ভক্তদের মধ্যেও ব্যাপক হারে আল নাসের নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে। ১৭৫ মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থে আড়াই বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাবে সই করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড— গত পাঁচ বছরে রোনাল্ডো যে ক্লাবেই গিয়েছেন, বাণিজ্যিক ভাবে ব্য়াপক লাভ হয়েছে সেই ক্লাবের। সিআর সেভেনের সঙ্গে জুড়ে থাকা স্পনসরদের ঢল, বিশ্বের অন্যান্য নামী সংস্থাগুলো রোনাল্ডোর সঙ্গে সঙ্গে তাঁর ক্লাবেই আস্তানা গেড়েছে। রোনাল্ডো যখনই রিয়াল, ম্যাঞ্চেস্টার কিংবা জুভেন্টাস ছেড়েছেন, আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থও হয়েছে সেই ক্লাব। এই রোনাল্ডোর হাত ধরেই আল নাসের শুধু সোশ্যাল মিডিয়ায় প্রবল ভাবে উঠে আসা ক্লাব হয়েই যে থাকবে না, তা ওয়াকিবহাল মহল ভালোই বুঝতে পারছে। এশিয়ান ফুটবলে পর্তুগিজ তারকার পা দেওয়া মানে, এই মহাদেশের ফুটবলের বাণিজ্যিকীকরণের সম্ভাবনা বহুগুন বেড়ে গেল। নাইকি, অ্যাডিডাস, পুমা সহ সমস্ত খেলার সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা এ বার চোখ রাখবে আল নাসেরে। রোনাল্ডো প্রাপ্তিতে সোনায় সোহাগা বললে ভুল হবে না!