Shikhar Dhawan: ফেসবুকে আলাপ, দুই বাচ্চার মায়ের প্রেমে হাবুডুবু খেয়ে বিয়ে করেছিলেন ধাওয়ান


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Feb 06, 2023 | 2:13 PM

Shikhar Dhawan and Ayesha Mukherjee Love Story: এক সময় দুই বাচ্চার মায়ের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন ভারতীয় দলের সিনিয়র তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান। সেই ধাওয়ানের ব্যক্তিগত জীবন ফের এক বার আলোচনায়। ভারতীয় ক্রিকেটের গব্বর এবং তাঁর স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের মধ্যে ডিভোর্সের মামলা চলছে। সম্প্রতি আয়েশাকে আদালত নির্দেশ দিয়েছে যে, তিনি শিখর ধাওয়ানের বিরুদ্ধে অবমাননাকর ও ভিত্তিহীন কোনও অভিযোগ করতে পারবেন না।

Feb 06, 2023 | 2:13 PM

ভারতের তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan) ও আয়েশা মুখোপাধ্যায়ের (Ayesha Mukherjee) লাভস্টোরির সূচনা ফেসবুক থেকে। ধাওয়ানের প্রাক্তন সতীর্থ হরভজন সিংয়ের 'মিউচুয়াল ফ্রেন্ড' ছিলেন আয়েশা। তা দেখে শিখর তাঁকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন। (ছবি-টুইটার)

ভারতের তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan) ও আয়েশা মুখোপাধ্যায়ের (Ayesha Mukherjee) লাভস্টোরির সূচনা ফেসবুক থেকে। ধাওয়ানের প্রাক্তন সতীর্থ হরভজন সিংয়ের ‘মিউচুয়াল ফ্রেন্ড’ ছিলেন আয়েশা। তা দেখে শিখর তাঁকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন। (ছবি-টুইটার)

এর পর দু'জনের মধ্যে পরিচিতি বাড়ে। ধীরে ধীরে তাঁরা প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। যদিও আয়েশা তখন বিবাহিত ছিলেন। দুই সন্তানের মা আয়েশাকে তাও মন দিয়ে বসেছিলেন শিখর। (ছবি-টুইটার)

এর পর দু’জনের মধ্যে পরিচিতি বাড়ে। ধীরে ধীরে তাঁরা প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। যদিও আয়েশা তখন বিবাহিত ছিলেন। দুই সন্তানের মা আয়েশাকে তাও মন দিয়ে বসেছিলেন শিখর। (ছবি-টুইটার)

ভারতীয় বংশোদ্ভূত আয়েশা মুখোপাধ্যায় ৮ বছর বয়সে অস্ট্রেলিয়ায় চলে যান। সেখানেই আয়েশার পড়াশুনা ও বেড়ে ওঠা। এক অস্ট্রেলিয়ান ব্যবসায়ীর সঙ্গে প্রথম বিয়ে হয় আয়েশার। ধাওয়ানের সঙ্গে প্রেমের সময় আয়েশার প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছিল। (ছবি-টুইটার)

ভারতীয় বংশোদ্ভূত আয়েশা মুখোপাধ্যায় ৮ বছর বয়সে অস্ট্রেলিয়ায় চলে যান। সেখানেই আয়েশার পড়াশুনা ও বেড়ে ওঠা। এক অস্ট্রেলিয়ান ব্যবসায়ীর সঙ্গে প্রথম বিয়ে হয় আয়েশার। ধাওয়ানের সঙ্গে প্রেমের সময় আয়েশার প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছিল। (ছবি-টুইটার)

দুই সন্তানের মা আয়েশা মুখোপাধ্যায় বয়সে শিখর ধাওয়ানের থেকে ১০ বছরের বড়। প্রেম কী আর বয়সের বাধা মানে! উত্তরটা কমবেশি সকলেই বলবেন না। যেমনটা হয়েছিল শিখর ধাওয়ানের সঙ্গেও। (ছবি-টুইটার)

দুই সন্তানের মা আয়েশা মুখোপাধ্যায় বয়সে শিখর ধাওয়ানের থেকে ১০ বছরের বড়। প্রেম কী আর বয়সের বাধা মানে! উত্তরটা কমবেশি সকলেই বলবেন না। যেমনটা হয়েছিল শিখর ধাওয়ানের সঙ্গেও। (ছবি-টুইটার)

আয়েশার পাশাপাশি তাঁর দুই মেয়েকেও আপন করে নিয়েছিলেন শিখর ধাওয়ান। ২০০০ সালে আয়েশার প্রথম সন্তানের জন্ম। তার নাম আলিয়া। ২০০৫ সালে তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম হয়, যার নাম রেহা। (ছবি-টুইটার)

আয়েশার পাশাপাশি তাঁর দুই মেয়েকেও আপন করে নিয়েছিলেন শিখর ধাওয়ান। ২০০০ সালে আয়েশার প্রথম সন্তানের জন্ম। তার নাম আলিয়া। ২০০৫ সালে তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম হয়, যার নাম রেহা। (ছবি-টুইটার)

২০১২ সালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ধুমধাম করে নিয়ে করেছিলেন শিখর ও আয়েশা। বিয়ের পর আয়েশা ভারতে থাকা শুরু করেন। (ছবি-টুইটার)

২০১২ সালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ধুমধাম করে নিয়ে করেছিলেন শিখর ও আয়েশা। বিয়ের পর আয়েশা ভারতে থাকা শুরু করেন। (ছবি-টুইটার)

শিখর ধাওয়ানের স্ত্রী আয়েশাও একজন স্পোর্টসপার্সন। এক সময় তিনি মেলবোর্নে কিকবক্সিংও করতেন। আয়েশা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। (ছবি-টুইটার)

শিখর ধাওয়ানের স্ত্রী আয়েশাও একজন স্পোর্টসপার্সন। এক সময় তিনি মেলবোর্নে কিকবক্সিংও করতেন। আয়েশা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। (ছবি-টুইটার)

২০১৪ সালে শিখর ও আয়েশার ছেলের জন্ম। তার নাম জোরাবর ধাওয়ান। আট বছর শিখর-আয়েশা একসঙ্গে থাকার পর, আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। তাঁদের ডিভোর্সের মামলা এখনও চলছে। আয়েশার কাছেই রয়েছে তাঁদের ছেলে জোরাবর। (ছবি-টুইটার)

২০১৪ সালে শিখর ও আয়েশার ছেলের জন্ম। তার নাম জোরাবর ধাওয়ান। আট বছর শিখর-আয়েশা একসঙ্গে থাকার পর, আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। তাঁদের ডিভোর্সের মামলা এখনও চলছে। আয়েশার কাছেই রয়েছে তাঁদের ছেলে জোরাবর। (ছবি-টুইটার)


Most Read Stories

Leave a Reply