Turkey Earthquake: তুরস্কের ভূমিকম্প কেড়ে নিল গোলকিপারের প্রাণ, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হল নিথর দেহ


Footballer Death: তুরস্কের ভয়াবহ ভূমিকম্প কেড়ে নিল সে দেশের এক ফুটবলারের প্রাণ।

Turkey Earthquake: তুরস্কের ভূমিকম্প কেড়ে নিল গোলকিপারের প্রাণ, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হল নিথর দেহ

Image Credit source: Twitter

ইস্তানবুল: তুরস্কের (Turkey) ভয়াবহ ভূমিকম্প (Earthquake) কেড়ে নিল দেশের গোলকিপারের প্রাণ। বিধ্বংসী ভূমিকম্পে তুরস্ক থেকে সিরিয়া কেঁপে ওঠার পর থেকেই নিখোঁজ ছিলেন তুরস্কের দ্বিতীয় ডিভিশন ক্লাব ইয়েনি মালাতিয়াস্পোরের গোলকিপার আহমেত ইরাপ টারকাসলানের (Ahmet Eyup Turkaslan)। ভয়াবহ ভূমিকম্পের পর থেকে পুলিশ এবং উদ্ধারকারী দল চারিদিকে তল্লাশি চালাচ্ছিল। অবশেষে খোঁজ মেলে তুরস্কের ওই গোলকিপারের। তবে পাওয়া গেল তাঁর নিথর দেহ। ধ্বসংস্তূপের নীচ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আহমেতের ক্লাবের তরফে টুইটারে মৃত্যুর খবর ঘোষণা করা হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

তুরস্কের গোলকিপার আহমেত ইরাপ টারকাসলান খেলতেন ইয়েনি মালাতিয়াস্পোরে। মঙ্গলবার রাতে তাঁর ক্লাবের তরফে লেখা হয়েছে, “ভূমিকম্পের জেরে আমাদের গোলকিপার আহমেত ইরাপ টারকাসলান প্রাণ হারিয়েছেন। শান্তিতে থাকো। আমরা ওঁকে কোনও দিন ভুলব না।”

তুরস্কের বিভিন্ন ক্লাবে খেলেছেন টারকাসলান। ইয়েনি মালাতিয়াস্পোরে খেলার আগে বুগসাস্পর, ওসমানলিস্পর, উমরানিয়েস্পরে খেলেছেন আহমেত ইরাপ। উল্লেখ্য, তাঁর স্ত্রী কুবরাকে আগেই উদ্ধার করা হয়েছিল। তবে আহমেতকে বাঁচানো যায়নি।



Leave a Reply