Kohli and Dhoni: ‘মাহি ভাই ফোন রিসিভ করেন না’, বিরাট কি অভিমানী?


TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji

Updated on: Feb 25, 2023 | 6:33 PM

বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি শুধু একে অপরের সতীর্থ ছিলেন না। মাঠে তাঁদের বোঝাপড়া, বিরাটের প্রতি মাহির ভরসা ও ধোনির প্রতি বিরাটের শ্রদ্ধা দেখেই আন্দাজ করা যায় তাঁদের সম্পর্কটা শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ নয়।

Feb 25, 2023 | 6:33 PM

"মহেন্দ্র সিং ধোনিকে আপনি ফোন করলে পাবেন না। ৯৯ শতাংশ সম্ভাবনা ফোন না তোলার। কারণ তিনি ফোন দেখেন না।" বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনকে নিয়ে কথাগুলি বলেছেন বিরাট কোহলি। (ছবি:টুইটার)

“মহেন্দ্র সিং ধোনিকে আপনি ফোন করলে পাবেন না। ৯৯ শতাংশ সম্ভাবনা ফোন না তোলার। কারণ তিনি ফোন দেখেন না।” বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনকে নিয়ে কথাগুলি বলেছেন বিরাট কোহলি। (ছবি:টুইটার)

তাতে বিরাটের মনে কোনও ক্ষোভ নেই। বরং গোটা কেরিয়ারে ধোনিকে যেভাবে পাশে পেয়েছেন, তাঁর মূল্যবান পরামর্শ পেয়েছেন তাতে ভীষণ কৃতজ্ঞ তিনি। আরসিবির পডকাস্টে ধোনির সঙ্গে রসায়ন ফাঁস করেছেন বিরাট। (ছবি:টুইটার)

তাতে বিরাটের মনে কোনও ক্ষোভ নেই। বরং গোটা কেরিয়ারে ধোনিকে যেভাবে পাশে পেয়েছেন, তাঁর মূল্যবান পরামর্শ পেয়েছেন তাতে ভীষণ কৃতজ্ঞ তিনি। আরসিবির পডকাস্টে ধোনির সঙ্গে রসায়ন ফাঁস করেছেন বিরাট। (ছবি:টুইটার)

১৫ বছর ধরে দু'জনে একসঙ্গে টিম ইন্ডিয়ার হয়ে ক্রিকেট খেলেছেন। কাঁধে কাঁধ মিলিয়ে ম্যাচ জিতিয়েছেন। ধোনি কোহলির অন ফিল্ড ব্রোম্যান্স শুরু হয়েছিল ২০০৮ সালে। ২০১৯ সালে ধোনির অবসরের পর তা শেষ হয়ে যায়। দীর্ঘদিন ধরে ড্রেসিংরুম শেয়ার করার অভিজ্ঞতা রয়েছে তাঁদের। (ছবি:টুইটার)

১৫ বছর ধরে দু’জনে একসঙ্গে টিম ইন্ডিয়ার হয়ে ক্রিকেট খেলেছেন। কাঁধে কাঁধ মিলিয়ে ম্যাচ জিতিয়েছেন। ধোনি কোহলির অন ফিল্ড ব্রোম্যান্স শুরু হয়েছিল ২০০৮ সালে। ২০১৯ সালে ধোনির অবসরের পর তা শেষ হয়ে যায়। দীর্ঘদিন ধরে ড্রেসিংরুম শেয়ার করার অভিজ্ঞতা রয়েছে তাঁদের। (ছবি:টুইটার)

কোহলি বলেছেন, "গোটা কেরিয়ারে অনুষ্কা ছাড়া ধোনিই আমার সবচেয়ে বড় শক্তি। ওর পূর্ণ সমর্থন পেয়েছি। আমার ছোটবেলার বন্ধু এবং পরিবারের বাইরে ওই একজনই আমার ভীষণ কাছের।" (ছবি:টুইটার)

কোহলি বলেছেন, “গোটা কেরিয়ারে অনুষ্কা ছাড়া ধোনিই আমার সবচেয়ে বড় শক্তি। ওর পূর্ণ সমর্থন পেয়েছি। আমার ছোটবেলার বন্ধু এবং পরিবারের বাইরে ওই একজনই আমার ভীষণ কাছের।” (ছবি:টুইটার)

ফোন না ধরলেও বিরাটকে দু'বার মেসেজ করেছিলেন ধোনি। সেইসময় বিরাট খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তাঁর কথায়, "মাহি ভাইয়ের মেসেজ পেয়ে আমি নিজের পুরনো ফর্ম ফিরে পাই।" (ছবি:টুইটার)

ফোন না ধরলেও বিরাটকে দু’বার মেসেজ করেছিলেন ধোনি। সেইসময় বিরাট খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তাঁর কথায়, “মাহি ভাইয়ের মেসেজ পেয়ে আমি নিজের পুরনো ফর্ম ফিরে পাই।” (ছবি:টুইটার)

বিরাট আরও বলেছেন, "ধোনিকে আমি সবসময় আত্মবিশ্বাসী, মানসিক দিক থেকে মজবুত একজন মানুষ রূপে দেখেছি। যে মানুষটা সবরকম পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন। ওই পরিস্থিতি থেকে বেরনোর উপায় খোঁজেন। আমাদের পথ দেখান।" (ছবি:টুইটার)

বিরাট আরও বলেছেন, “ধোনিকে আমি সবসময় আত্মবিশ্বাসী, মানসিক দিক থেকে মজবুত একজন মানুষ রূপে দেখেছি। যে মানুষটা সবরকম পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন। ওই পরিস্থিতি থেকে বেরনোর উপায় খোঁজেন। আমাদের পথ দেখান।” (ছবি:টুইটার)

বিরাটকে মাঝেমধ্যেই ধোনিকে নিয়ে টুইট করতে দেখা যায়। মাহি তাঁর জীবন কতটা গুরুত্বপূর্ণ সেটাই মনে করিয়ে দিতে চান কোহলি। (ছবি:টুইটার)

বিরাটকে মাঝেমধ্যেই ধোনিকে নিয়ে টুইট করতে দেখা যায়। মাহি তাঁর জীবন কতটা গুরুত্বপূর্ণ সেটাই মনে করিয়ে দিতে চান কোহলি। (ছবি:টুইটার)

জাতীয় দলের নেতৃত্ব বিরাটের উপর নিশ্চিন্তে সঁপে দিয়েছিলেন ধোনি। প্রিয় চিকুর নেতৃত্বে বহু ম্যাচ খেলেছেন। বিরাট একবার বলেছিলেন, তাঁর কাছে ধোনি সবসময়ই ক্যাপ্টেন হয়ে থাকবেন।(ছবি:টুইটার)

জাতীয় দলের নেতৃত্ব বিরাটের উপর নিশ্চিন্তে সঁপে দিয়েছিলেন ধোনি। প্রিয় চিকুর নেতৃত্বে বহু ম্যাচ খেলেছেন। বিরাট একবার বলেছিলেন, তাঁর কাছে ধোনি সবসময়ই ক্যাপ্টেন হয়ে থাকবেন।(ছবি:টুইটার)


Most Read Stories

Leave a Reply