MI vs UPW Live Score, WPL 2023: হরমনপ্রীতের মুম্বইকে প্রথম হারের স্বাদ কি দেবে হিলির ইউপি?


TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Mar 18, 2023 | 2:31 PM

Mumbai Indians vs UP Warriorz Live Score in Bengali: দেখুন ডব্লিউপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্স ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

MI vs UPW Live Score, WPL 2023: হরমনপ্রীতের মুম্বইকে প্রথম হারের স্বাদ কি দেবে হিলির ইউপি?

উইমেন্স প্রিমিয়ার লিগে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও ইউপি ওয়ারিয়র্স

Image Credit source: Graphics – TV9Bangla

LIVE NEWS & UPDATES

  • 18 Mar 2023 02:31 PM (IST)

    শনি-বিকেলে মুখোমুখি মুম্বই-ইউপি

    আর এক ঘণ্টা পর ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও ইউপি ওয়ারিয়র্স।

মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগে আজ, ১৮ মার্চ রয়েছে ডাবল হেডার। WPL-এর উদ্বোধনী সংস্করণে অংশ নিয়েছে ৫টি দল। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ মার্চ। শনি-বিকেলে প্রথমে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মুখোমুখি হবে হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও অ্যালিসা হিলির ইউপি ওয়ারিয়র্স (UP Warriorz)। দুই দলের সর্বশেষ সাক্ষাতে মুম্বইয়ের কাছে ৮ উইকেটে হেরেছিল ইউপি। সেই ম্যাচে ১৫ বল বাকি থাকতেই দলকে জেতান মুম্বইয়ের অধিনায়ক হরমনপ্রীত কৌর। এ বার চলতি ডব্লিউপিএলে দ্বিতীয় সাক্ষাতে মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের খোঁজে নামবে ইউপি। হ্যারির দল চলতি উইমেন্স প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য। প্লে অফও নিশ্চিত মুম্বইয়ের। এখনও অবধি ইউপি ৫ ম্যাচের ২টিতে জিতেছে ও ৩টি হেরেছে। ৪ পয়েন্ট নিয়ে দীপ্তি শর্মারা রয়েছেন লিগ টেবলের ৩ নম্বরে। প্লে অফের দৌড়ে এখনও টিকে রয়েছে ইউপি। উইমেন্স প্রিমিয়ার লিগে মুম্বই বনাম ইউপি ম্যাচের লাইভ আপডেট দেখতে নজর রাখুন TV9Bangla-র এই লাইভ ব্লগে।

Published On – Mar 18,2023 2:30 PM



Leave a Reply